মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩০৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ
৪৩০৫। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম দেশীয় আটসাট আস্তিনবিশিষ্ট জুব্বা পরিধান করিয়াছেন। মোত্তাঃ
كتاب اللباس
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ جُبَّةً رُومِيَّةً ضَيِّقَةَ الْكُمَّيْنِ

হাদীসের ব্যাখ্যা:

ইহা সাধারণত পশম দ্বারা প্রস্তুত হইয়া থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান