মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৩২৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ
৪৩২৩। হযরত ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় পরিতে নিষেধ করিয়াছেন। তবে এই পরিমাণ (জায়েয আছে, বর্ণনাকারী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমা ও শাহাদত অঙ্গুলীদ্বয়কে একত্রে মিলাইয়া উপর দিকে উঠাইয়া ইশারা করিলেন। —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا هَكَذَا وَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إصبعيه: الْوُسْطَى والسبابة وضمهما

হাদীসের ব্যাখ্যা:

হানাফী মাযহাব মতে অনুর্ধ্বে চার আঙ্গুল পরিমাণ রেশমী কাপড় ব্যবহার করা জায়েয আছে। যেমন, জামার মধ্যে ঝালর বা পাড় লাগান হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান