মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৩২২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ
৪৩২২। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একখানা লাল বর্ণের রেশমী চাদর হাদিয়া দেওয়া হইল। তিনি উহা আমার কাছে পাঠাইয়া দিলেন। আমি উহা পরিধান করিলাম, তখন আমি তাঁহার চেহারায় ক্রোধের চিহ্ন দেখিতে পাইলাম। অতঃপর তিনি আমাকে বলিলেনঃ আমি উহা তোমার নিকটে তোমার পরিধানের জন্য পাঠাই নাই; বরং আমি উহা তোমার কাছে এই উদ্দেশ্যে পাঠাইয়াছি যে, তুমি উহাকে খণ্ড করিয়া মহিলাদের জন্য উড়নী বানাইয়া উহা তাহাদেরে দিয়া দিবে। —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم حُلّة سِيَرَاءَ فَبَعَثَ بِهَا إِلَيَّ فَلَبِسْتُهَا فَعَرَفْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ فَقَالَ: «إِنِّي لَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتُشَقِّقَهَا خُمُراً بَين النساءِ»
হাদীসের ব্যাখ্যা:
حلة ইযার ও চাদর, এই কাপড় দুইটিকে সাধারণত হোল্লাহ্ বলা হয় এবং জামা ও পায়জামা উভয়টি একই কাপড়ের একই বর্ণের হয়। যেমন একই কাপড়ের তৈয়ারী পেণ্ট ও কোটকে স্যুট বলা হয়। হযরত আলী (রাঃ) গভীরভাবে চিন্তা না করিয়া উহা পরিধান করিলেন কেন? এই কারণেই হুযূর (ﷺ) গোসসা হইয়াছিলেন।