মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৩০৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
পোশাক-পরিচ্ছদ পর্ব:
প্রথম অনুচ্ছেদ
৪৩০৪। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিবারা কাপড় পরিধান করিতে অধিক পছন্দ করিতেন। — মোত্তাঃ
كتاب اللباس
كتاب اللبَاس: الْفَصْلُ الْأَوْلُ
عَن أنسٍ قَالَ: كَانَ أَحَبُّ الثِّيَابِ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَهَا الْحِبَرَةُ