আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১৬৩ টি
হাদীস নং: ৩০৫৪
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫৪. হযরত ইয়াযীদ ইবনে শারীক ইবনে তারিক তাঈমী (র) থেকে বর্ণিত তিনি বলেন, আমি আলী (রা)-কে মিম্বরে (দাঁড়িয়ে) খুতবা দিতে দেখেছি। এ সময় তিনি বলেন: আল্লাহর শপথ, আল্লাহর কিতাব ব্যতীত আমাদের কাছে কোন কিতাব নেই এবং আমরা তা তিলাওয়াতও করি না। তবে এই সহীফা, এই বলে তিনি তা খুলেন। তার মধ্যে ছিল উটের দাঁতের বর্ণনা এবং আঘাত করার অস্ত্রের বর্ণনা। এতে আরও ছিল রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: মদীনার ঈর পর্বত হতে সাত্তর এর মধ্যবর্তী স্থান সম্মানিত। যে ব্যক্তি এখানে বিদ'আত প্রবর্তন করবে অথবা বিদ'আতীকে আশ্রয় দেবে তার উপর আল্লাহ্, ফিরিশতাকূল ও মানবজাতির অভিশম্পাত। আল্লাহ্ কিয়ামতের দিন তার ফরয-নফল (কোন ইবাদত) কবুল করবে না। সকল মুসলমান যিম্মাদার সর্বনিকৃষ্ট ব্যক্তি ও তার যিম্মা সম্পর্কে সচেতন থাকবে। যে ব্যক্তি কোন মুসলমানের সাথে কৃত চুক্তিভঙ্গ করে, তার প্রতি আল্লাহ, ফিরিশতাকুল ও সমস্ত মানুষের অভিসম্পাত। আল্লাহ্ কিয়ামতের দিন তার নিকট থেকে ফরয ও নফল (কোন প্রকার ইবাদত) কবুল করবে না।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ বর্ণিত।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ বর্ণিত।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3054- وَعَن يزِيد بن شريك بن طَارق التَّمِيمِي قَالَ رَأَيْت عليا رَضِي الله عَنهُ على الْمِنْبَر يخْطب فَسَمعته يَقُول لَا وَالله مَا عندنَا من كتاب نقرؤه إِلَّا كتاب الله وَمَا فِي هَذِه الصَّحِيفَة فنشرها فَإِذا فِيهَا أَسْنَان الْإِبِل وَأَشْيَاء من الْجِرَاحَات وفيهَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمَدِينَة حرَام مَا بَين عير إِلَى ثَوْر فَمن أحدث فِيهَا حَدثا أَو آوى مُحدثا فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ
لَا يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة عدلا وَلَا صرفا وَذمَّة الْمُسلمين وَاحِدَة يسْعَى بهَا أَدْنَاهُم فَمن أَخْفَر مُسلما فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ لَا يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة عدلا وَلَا صرفا وَمن ادّعى إِلَى غير أَبِيه أَو انْتَمَى إِلَى غير موَالِيه فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ لَا يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة عدلا وَلَا صرفا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
لَا يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة عدلا وَلَا صرفا وَذمَّة الْمُسلمين وَاحِدَة يسْعَى بهَا أَدْنَاهُم فَمن أَخْفَر مُسلما فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ لَا يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة عدلا وَلَا صرفا وَمن ادّعى إِلَى غير أَبِيه أَو انْتَمَى إِلَى غير موَالِيه فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ لَا يقبل الله مِنْهُ يَوْم الْقِيَامَة عدلا وَلَا صرفا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ৩০৫৫
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫৫. হযরত আমর ইবনে শু'আয়ব (রা) পর্যায়ক্রমে তাঁর পিতা হতে তিনি তদীয় দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মানুষের গুনাহগার হওয়ার জন্য বংশ পরিচয় থেকে মুক্তি লাভের চেষ্টা করাই যথেষ্ট, যদিও সে তার দূর সম্পর্কীয় আত্মীয় হয় এবং এমন বংশ পরিচয়ের দাবি করা, যার কোন ভিত্তি নেই।
(আহমাদ, তারাবানীর সাগীর গ্রন্থ এবং আমর সম্পর্কে আলোচনা পরে আসবে।)
(আহমাদ, তারাবানীর সাগীর গ্রন্থ এবং আমর সম্পর্কে আলোচনা পরে আসবে।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3055- وَعَن عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كفى بامرىء تبرؤ من نسب وَإِن دق وادعاء نسب لَا يعرف
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير وَعَمْرو يَأْتِي الْكَلَام عَلَيْهِ
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الصَّغِير وَعَمْرو يَأْتِي الْكَلَام عَلَيْهِ
তাহকীক:
হাদীস নং: ৩০৫৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজ পিতা ব্যতীত অন্যকে পিতা বলে ডাকে, সে জান্নাতের ঘ্রাণ পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণ সত্তর বছরের অথবা তিনি বলেছেন: সত্তর বছর দূরত্ব থেকে পাওয়া যাবে।
(আহমাদ, ইমাম ইবনে মাজাহ আরো বলেন: জান্নাতের সুঘ্রাণ পাঁচশ' বছরের দূরত্বে থেকে পাওয়া যাবে। আহমাদ ও ইবনে মাজাহ উভয়ের বর্ণনাসূত্র বিশুদ্ধ।
আবদুল কারীম জায়রী (র) একজন বিশ্বস্ত রাবী। ইমাম বুখারী ও মুসলিম (র) উভয় তাঁর বর্ণনা দলীলরূপে গ্রহণ করেন এবং তাঁর সমালোচনার ব্যাপারে কর্ণপাত করেন নি।)
(আহমাদ, ইমাম ইবনে মাজাহ আরো বলেন: জান্নাতের সুঘ্রাণ পাঁচশ' বছরের দূরত্বে থেকে পাওয়া যাবে। আহমাদ ও ইবনে মাজাহ উভয়ের বর্ণনাসূত্র বিশুদ্ধ।
আবদুল কারীম জায়রী (র) একজন বিশ্বস্ত রাবী। ইমাম বুখারী ও মুসলিম (র) উভয় তাঁর বর্ণনা দলীলরূপে গ্রহণ করেন এবং তাঁর সমালোচনার ব্যাপারে কর্ণপাত করেন নি।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3056- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ادّعى إِلَى غير أَبِيه لم يرح رَائِحَة الْجنَّة وَإِن رِيحهَا ليوجد من قدر سبعين عَاما أَو مسيرَة سبعين عَاما
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ وَإِن رِيحهَا ليوجد من مسيرَة خَمْسمِائَة عَام ورجالهما رجال الصَّحِيح وَعبد الْكَرِيم هُوَ الْجَزرِي ثِقَة احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَلَا يلْتَفت إِلَى مَا قيل فِيهِ
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ وَإِن رِيحهَا ليوجد من مسيرَة خَمْسمِائَة عَام ورجالهما رجال الصَّحِيح وَعبد الْكَرِيم هُوَ الْجَزرِي ثِقَة احْتج بِهِ الشَّيْخَانِ وَغَيرهمَا وَلَا يلْتَفت إِلَى مَا قيل فِيهِ
তাহকীক:
হাদীস নং: ৩০৫৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজ পিতা ব্যতীত অন্যকে পিতা বলে ডাকে অথবা নিজ মনিবকে বাদ দিয়ে অন্যকে মনিব বানায়, তার উপর আল্লাহর ফিরিশতাকূল ও সকল মানুষের অভিসম্পদ।
(আহমাদ, ইবনে মাজাহ ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
(আহমাদ, ইবনে মাজাহ ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3057- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ادّعى إِلَى غير أَبِيه أَو تولى غير موَالِيه فَعَلَيهِ لعنة الله وَالْمَلَائِكَة وَالنَّاس أَجْمَعِينَ
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৩০৫৮
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নিজ মনিব ব্যতীত অন্যকে মনিব বানায়, সে যেন তার ঠিকানা জাহান্নামে তৈরী করে নেয়।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3058- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تولى إِلَى غير موَالِيه فَليَتَبَوَّأ مَقْعَده من النَّار
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
তাহকীক:
হাদীস নং: ৩০৫৯
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫৯. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি নিজ পিতা ব্যতীত অন্যকে পিতা বলে ডাকে অথবা নিজ মনিব ব্যতিরেকে অন্যকে মনিব বানায়, তার প্রতি কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর অভিসম্পত ধারাবাহিকভাবে পতিত হতে থাকে।
(আবু দাউদ বর্ণিত।)
(আবু দাউদ বর্ণিত।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3059- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من ادّعى إِلَى غير
أَبِيه أَو انْتَمَى إِلَى غير موَالِيه فَعَلَيهِ لعنة الله المتتابعة إِلَى يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو دَاوُد
أَبِيه أَو انْتَمَى إِلَى غير موَالِيه فَعَلَيهِ لعنة الله المتتابعة إِلَى يَوْم الْقِيَامَة
رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৩০৬০
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৬০. হযরত আবু বকর সিদ্দীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি নিজ বংশ পরিচয় এমনভাবে তুলে ধরে যে, সে তাতে পরিচিত নয়, সে আল্লাহর সাথে কুফরী করল। যে ব্যক্তি তার নিজ বংশ পরিচয় গোপন করে, ব্যাপারটি ক্ষুদ্র হলেও তা আল্লাহর সাথে কুফরীর পর্যায়।
(তাবারানী তাঁর আওসাত গ্রন্থে হাজ্জাজ ইবনে আরতাত হতে বর্ণনা করেন এবং আমর ইবনে শু'আয়রের হাদীস তাঁর সাহায্যকারী।)
(তাবারানী তাঁর আওসাত গ্রন্থে হাজ্জাজ ইবনে আরতাত হতে বর্ণনা করেন এবং আমর ইবনে শু'আয়রের হাদীস তাঁর সাহায্যকারী।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3060- وَعَن أبي بكر الصّديق رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ادّعى نسبا لَا يعرف كفر بِاللَّه أَو انْتَفَى من نسب وَإِن دق كفر بِاللَّه
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة الْحجَّاج بن أَرْطَأَة وَحَدِيث عَمْرو بن شُعَيْب يعضده
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من رِوَايَة الْحجَّاج بن أَرْطَأَة وَحَدِيث عَمْرو بن شُعَيْب يعضده
তাহকীক:
হাদীস নং: ৩০৬১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে মুসলিম ব্যক্তির তিনটি নাবালক সন্তান মারা যাবে, আল্লাহ্ তাঁর ফযল ও রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
(বুখারী, মুসলিম, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত। নাসাঈ শরীফের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সাওয়াবের আশায় তিনটি সন্তান প্রতিপালন করে, সে জান্নাতী। তখন এক মহিলা দাঁড়িয়ে বলল, যদি দু'টি হয়? তিনি বললেন: দু'টি হলেও। মহিলাটি বললঃ আফসোস আমি যদি একটির কথা বলতাম।
ইবনে হিব্বান (র) তাঁর সহীহ্ গ্রন্থে সংক্ষিপ্ত বিবরণে বলেন, যে ব্যক্তি সাওয়াবের আশায় তিনটি সন্তান প্রতিপালন করবে, সে জান্নাতী।
الحنث গুনাহ, পাপ, এখানে অর্থ হচ্ছে এমন অপ্রাপ্ত বয়স, যাতে গুনাহ লেখা হয় না।)
(বুখারী, মুসলিম, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত। নাসাঈ শরীফের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সাওয়াবের আশায় তিনটি সন্তান প্রতিপালন করে, সে জান্নাতী। তখন এক মহিলা দাঁড়িয়ে বলল, যদি দু'টি হয়? তিনি বললেন: দু'টি হলেও। মহিলাটি বললঃ আফসোস আমি যদি একটির কথা বলতাম।
ইবনে হিব্বান (র) তাঁর সহীহ্ গ্রন্থে সংক্ষিপ্ত বিবরণে বলেন, যে ব্যক্তি সাওয়াবের আশায় তিনটি সন্তান প্রতিপালন করবে, সে জান্নাতী।
الحنث গুনাহ, পাপ, এখানে অর্থ হচ্ছে এমন অপ্রাপ্ত বয়স, যাতে গুনাহ লেখা হয় না।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3061- عَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلم يَمُوت لَهُ ثَلَاثَة لم يبلغُوا الْحِنْث إِلَّا أدخلهُ الله الْجنَّة بِفضل رَحمته إيَّاهُم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَفِي رِوَايَة للنسائي أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من احتسب ثَلَاثَة من صلبه دخل الْجنَّة فَقَامَتْ امْرَأَة فَقَالَت أَو اثْنَان فَقَالَ أَو اثْنَان
قَالَت الْمَرْأَة يَا لَيْتَني قلت وَاحِدَة
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه مُخْتَصرا من احتسب ثَلَاثَة من صلبه دخل الْجنَّة
الْحِنْث بِكَسْر الْحَاء وَسُكُون النُّون هُوَ الْإِثْم والذنب وَالْمعْنَى أَنهم لم يبلغُوا السن الَّذِي تكْتب عَلَيْهِم فِيهِ الذُّنُوب
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَفِي رِوَايَة للنسائي أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من احتسب ثَلَاثَة من صلبه دخل الْجنَّة فَقَامَتْ امْرَأَة فَقَالَت أَو اثْنَان فَقَالَ أَو اثْنَان
قَالَت الْمَرْأَة يَا لَيْتَني قلت وَاحِدَة
وَرَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه مُخْتَصرا من احتسب ثَلَاثَة من صلبه دخل الْجنَّة
الْحِنْث بِكَسْر الْحَاء وَسُكُون النُّون هُوَ الْإِثْم والذنب وَالْمعْنَى أَنهم لم يبلغُوا السن الَّذِي تكْتب عَلَيْهِم فِيهِ الذُّنُوب
তাহকীক:
হাদীস নং: ৩০৬২
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬২. হযরত উতবা ইবনে আবদুস সুলামী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ কোন মুসলিম ব্যক্তির তিনটি নাবালক সন্তান মারা গেলে, তার সন্তানরা তার সাথে জান্নাতের আটটি দরজা থেকে সাক্ষাৎ করবে। এরপর সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে।
(ইবনে মাজার উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
(ইবনে মাজার উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3062- وَعَن عتبَة بن عبد السّلمِيّ رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من مُسلم يَمُوت لَهُ ثَلَاثَة من الْوَلَد لم يبلغُوا الْحِنْث إِلَّا تلقوهُ من أَبْوَاب الْجنَّة الثَّمَانِية من أَيهَا شَاءَ دخل
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৩০৬৩
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬৩. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মুসলিম ব্যক্তির তিনটি নাবালক সন্তান মারা গেলে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তবে শপথ ভঙ্গের বিষয়টি স্বতন্ত্র।
(মালিক, বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।
মুসলিমের বর্ণনায় আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) আনসার মহিলাদের উদ্দেশ্যে বলেনঃ তোমাদের কারো তিনটি সন্তান মারা যাওয়া সত্ত্বেও যে সাওয়াবের আশা করে, সে জান্নাতী। তাদের মধ্যকার এক মহিলা তাবারানীর বর্ণনানুযায়ী তিনি ছিলেন আনাস (রা)-এর মা হযরত উম্মু সুলায়ম (রা) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! দু'টি সন্তান মারা গেলে। তিনি বললেন: দু'টি সন্তান মারা গেলেও। তাঁর অন্য এক বর্ণনায় আছে, এক মহিলা একটি বালক নিয়ে (নবী (ﷺ)-এর নিকট) এলো। সে বলল, ইয়া নবী আল্লাহ! আপনি আল্লাহর কাছে আমার জন্য দু'আ করুন। কেননা আমি তিনটি সন্তান দাফন করেছি।
তিনি বললেন: তুমি তিনটি সন্তান দাফন করেছ? সে বলল, হাঁ। তিনি বললেনঃ তুমি তো জাহান্নামের দিকে
শক্তিশালী প্রাচীর স্থাপন করেছ।
الحظار চতুর্দিক বেষ্টনী দেওয়াল, যা কাউকে বিরত রাখে। অর্থাৎ জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তুমি নিজকে রক্ষা করেছ।)
(মালিক, বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।
মুসলিমের বর্ণনায় আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) আনসার মহিলাদের উদ্দেশ্যে বলেনঃ তোমাদের কারো তিনটি সন্তান মারা যাওয়া সত্ত্বেও যে সাওয়াবের আশা করে, সে জান্নাতী। তাদের মধ্যকার এক মহিলা তাবারানীর বর্ণনানুযায়ী তিনি ছিলেন আনাস (রা)-এর মা হযরত উম্মু সুলায়ম (রা) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! দু'টি সন্তান মারা গেলে। তিনি বললেন: দু'টি সন্তান মারা গেলেও। তাঁর অন্য এক বর্ণনায় আছে, এক মহিলা একটি বালক নিয়ে (নবী (ﷺ)-এর নিকট) এলো। সে বলল, ইয়া নবী আল্লাহ! আপনি আল্লাহর কাছে আমার জন্য দু'আ করুন। কেননা আমি তিনটি সন্তান দাফন করেছি।
তিনি বললেন: তুমি তিনটি সন্তান দাফন করেছ? সে বলল, হাঁ। তিনি বললেনঃ তুমি তো জাহান্নামের দিকে
শক্তিশালী প্রাচীর স্থাপন করেছ।
الحظار চতুর্দিক বেষ্টনী দেওয়াল, যা কাউকে বিরত রাখে। অর্থাৎ জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তুমি নিজকে রক্ষা করেছ।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3063- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يَمُوت لأحد من
الْمُسلمين ثَلَاثَة من الْوَلَد فَتَمَسهُ النَّار إِلَّا تَحِلَّة الْقسم
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَلمُسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لنسوة من الْأَنْصَار لَا يَمُوت لاحداكن ثَلَاثَة من الْوَلَد فتحتسبه إِلَّا دخلت الْجنَّة
فَقَالَت امْرَأَة مِنْهُنَّ أَو اثْنَان يَا رَسُول الله قَالَ أَو اثْنَان
وَفِي أُخْرَى لَهُ أَيْضا قَالَ أَتَت امْرَأَة بصبي لَهَا فَقَالَت يَا نَبِي الله ادْع الله لي فَلَقَد دفنت ثَلَاثَة فَقَالَ أدفنت ثَلَاثَة قَالَت نعم
قَالَ لقد احتظرت بحظار شَدِيد من النَّار
الحظار بِكَسْر الْحَاء الْمُهْملَة وبالظاء الْمُعْجَمَة هُوَ الْحَائِط يَجْعَل حول الشَّيْء كالسور الْمَانِع وَمَعْنَاهُ لقد احتميت وتحصنت من النَّار بحمى عَظِيم وحصن حُصَيْن
الْمُسلمين ثَلَاثَة من الْوَلَد فَتَمَسهُ النَّار إِلَّا تَحِلَّة الْقسم
رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَلمُسلم أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لنسوة من الْأَنْصَار لَا يَمُوت لاحداكن ثَلَاثَة من الْوَلَد فتحتسبه إِلَّا دخلت الْجنَّة
فَقَالَت امْرَأَة مِنْهُنَّ أَو اثْنَان يَا رَسُول الله قَالَ أَو اثْنَان
وَفِي أُخْرَى لَهُ أَيْضا قَالَ أَتَت امْرَأَة بصبي لَهَا فَقَالَت يَا نَبِي الله ادْع الله لي فَلَقَد دفنت ثَلَاثَة فَقَالَ أدفنت ثَلَاثَة قَالَت نعم
قَالَ لقد احتظرت بحظار شَدِيد من النَّار
الحظار بِكَسْر الْحَاء الْمُهْملَة وبالظاء الْمُعْجَمَة هُوَ الْحَائِط يَجْعَل حول الشَّيْء كالسور الْمَانِع وَمَعْنَاهُ لقد احتميت وتحصنت من النَّار بحمى عَظِيم وحصن حُصَيْن
তাহকীক:
হাদীস নং: ৩০৬৪
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬৪. হযরত আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি: কোন মুসলমান মাতাপিতা তিনটি নাবালক সন্তান মারা গেলে, আল্লাহ্ তা'আলা তাঁর রহমত ও দয়ার তাদের জান্নাতবাসী করবেন।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ। তিনি তাঁর মুসনাদ গ্রন্থে হযরত আনাস ইবনে মালিক (রা)-এর মা থেকে হাদীসটি বর্ণনা করেন। নাসাঈ শরীফে হযরত আবু হুরায়রা (রা) থেকে তদনুরূপ হাদীস বর্ণিত। তিনি আরও বলেছেনঃ তাদের বলা হবে: তোমরা জান্নাতে প্রবেশ কর। তারা বলবেঃ যতক্ষণে আমাদের পিতামাতা প্রবেশ না করবে, ততক্ষণে আমরা জান্নাতে প্রবেশ করব না। এরপর তাদের বলা হবে, তোমরা তোমাদের পিতামাতাকে নিয়ে জান্নাতে প্রবেশ কর।)
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ। তিনি তাঁর মুসনাদ গ্রন্থে হযরত আনাস ইবনে মালিক (রা)-এর মা থেকে হাদীসটি বর্ণনা করেন। নাসাঈ শরীফে হযরত আবু হুরায়রা (রা) থেকে তদনুরূপ হাদীস বর্ণিত। তিনি আরও বলেছেনঃ তাদের বলা হবে: তোমরা জান্নাতে প্রবেশ কর। তারা বলবেঃ যতক্ষণে আমাদের পিতামাতা প্রবেশ না করবে, ততক্ষণে আমরা জান্নাতে প্রবেশ করব না। এরপর তাদের বলা হবে, তোমরা তোমাদের পিতামাতাকে নিয়ে জান্নাতে প্রবেশ কর।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3064- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من مُسلمين يَمُوت بَينهمَا ثَلَاثَة من الْوَلَد لم يبلغُوا الْحِنْث إِلَّا أدخلهما الله الْجنَّة بِفضل رَحمته إيَّاهُم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ فِي الْمسند من حَدِيث أم أنس بن مَالك وَفِي النَّسَائِيّ بِنَحْوِهِ من حَدِيث أبي هُرَيْرَة
وَزَاد فِيهِ قَالَ يُقَال لَهُم ادخُلُوا الْجنَّة فَيَقُولُونَ حَتَّى تدخل آبَاؤُنَا فَيُقَال لَهُم ادخُلُوا الْجنَّة أَنْتُم وآباؤكم
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ فِي الْمسند من حَدِيث أم أنس بن مَالك وَفِي النَّسَائِيّ بِنَحْوِهِ من حَدِيث أبي هُرَيْرَة
وَزَاد فِيهِ قَالَ يُقَال لَهُم ادخُلُوا الْجنَّة فَيَقُولُونَ حَتَّى تدخل آبَاؤُنَا فَيُقَال لَهُم ادخُلُوا الْجنَّة أَنْتُم وآباؤكم
তাহকীক:
হাদীস নং: ৩০৬৫
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬৫. হযরত আবু হাসসান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু হুরায়রা (রা)-কে বললাম: আমার দু'টো পুত্র সন্তান মারা গেছে। আমাদের মৃতদের ব্যাপারে মনকে প্রবোধ দিতে পারি, এমন একটি হাদীস আপনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমাকে বলবেন কি? তিনি বললেন, হাঁ, তাদের অপ্রাপ্ত বয়ষ্করা হবে জান্নাতের বাবুই, তারা তাদের পিতার সাথে সাক্ষাত করবে অথবা তিনি বলেছেন, তাদের পিতামাতা উভয়ের সাথে সাক্ষাৎ করবে। এরপর সে তার কাপড় আঁকড়ে ধরবে অথবা বলেছেন: উভয় হাত দিয়ে কাপড়ের আঁচল টেনে ধরবে, যেমন আমি তোমার কাপড়ের আঁচল ধরলাম। এভাবে সে ধরেই রাখবে অথবা বলেছেন: ধরেই রাখবে এমন কি আল্লাহ তা'আলা তাকে এবং তার পিতাকে জান্নাতে প্রবেশ করাবেন।
(মুসলিম বর্ণিত।
الدعاميص একবচনে دعموص কাল রঙের ছোট একটি প্রাণী। দীঘির পানি শুকিয়ে গেলে, তারা সেখানে বাস করে। জান্নাতী শিশুদেরকে এ ছোট পাখির সাথে ক্ষুদ্র ও দ্রুতগামী হিসেবে তুলনা করা হয়েছে। কারো কারো মতে, دعموص বাদশাহদের কাছে ঘন ঘন যাতায়াতকারীকে বুঝায়। যারা বাদশাহের কাছে যেতে অনুমতি লাগত না এবং তার প্রবেশ কোথাও বাধা ছিল না। সে ব্যক্তির ন্যায় জান্নাতের শিশুদের যত্রতত্র ভ্রমণে কোন বাধা নেই। এ অর্থই স্পষ্ট। আল্লাহ সর্বজ্ঞ।
وصنفة الثوب আঁচল বিহীন কাপড়। কারো কারো মতে, আঁচল সম্বলিত কাপড়।)
(মুসলিম বর্ণিত।
الدعاميص একবচনে دعموص কাল রঙের ছোট একটি প্রাণী। দীঘির পানি শুকিয়ে গেলে, তারা সেখানে বাস করে। জান্নাতী শিশুদেরকে এ ছোট পাখির সাথে ক্ষুদ্র ও দ্রুতগামী হিসেবে তুলনা করা হয়েছে। কারো কারো মতে, دعموص বাদশাহদের কাছে ঘন ঘন যাতায়াতকারীকে বুঝায়। যারা বাদশাহের কাছে যেতে অনুমতি লাগত না এবং তার প্রবেশ কোথাও বাধা ছিল না। সে ব্যক্তির ন্যায় জান্নাতের শিশুদের যত্রতত্র ভ্রমণে কোন বাধা নেই। এ অর্থই স্পষ্ট। আল্লাহ সর্বজ্ঞ।
وصنفة الثوب আঁচল বিহীন কাপড়। কারো কারো মতে, আঁচল সম্বলিত কাপড়।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3065- وَعَن أبي حسان رَضِي الله عَنهُ قَالَ قلت لأبي هُرَيْرَة إِنَّه قد مَاتَ لي ابْنَانِ فَمَا أَنْت محدثي عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِحَدِيث يطيب أَنْفُسنَا عَن مَوتَانا قَالَ نعم صغارهم دعاميص الْجنَّة يتلَقَّى أحدهم أَبَاهُ أَو قَالَ أَبَوَيْهِ فَيَأْخُذ بِثَوْبِهِ أَو قَالَ بِيَدِهِ كَمَا آخذ أَنا بصنفة ثَوْبك هَذَا فَلَا يتناهى أَو قَالَ يَنْتَهِي حَتَّى يدْخلهُ الله وأباه الْجنَّة
رَوَاهُ مُسلم
الدعاميص بِفَتْح الدَّال جمع دعموص بضَمهَا وَهِي دويبة صَغِيرَة يضْرب لَوْنهَا إِلَى السوَاد تكون فِي الغدران إِذا نشفت شبه الطِّفْل بهَا فِي الْجنَّة لصغره وَسُرْعَة حركته وَقيل هُوَ اسْم للرجل الزوار للملوك الْكثير الدُّخُول عَلَيْهِم وَالْخُرُوج لَا يتَوَقَّف على إِذن
مِنْهُم وَلَا يخَاف أَيْن ذهب من دِيَارهمْ شبه طِفْل الْجنَّة بِهِ لِكَثْرَة ذَهَابه فِي الْجنَّة حَيْثُ شَاءَ لَا يمْتَنع من بَيت فِيهَا وَلَا مَوضِع وَهَذَا قَول ظَاهر وَالله أعلم
وصنفة الثَّوْب بِفَتْح الصَّاد الْمُهْملَة وَالنُّون بعدهمَا فَاء وتاء تَأْنِيث هِيَ حَاشِيَته وطرفه الَّذِي لَا هدب لَهُ وَقيل بل هِيَ النَّاحِيَة ذَات الهدب
رَوَاهُ مُسلم
الدعاميص بِفَتْح الدَّال جمع دعموص بضَمهَا وَهِي دويبة صَغِيرَة يضْرب لَوْنهَا إِلَى السوَاد تكون فِي الغدران إِذا نشفت شبه الطِّفْل بهَا فِي الْجنَّة لصغره وَسُرْعَة حركته وَقيل هُوَ اسْم للرجل الزوار للملوك الْكثير الدُّخُول عَلَيْهِم وَالْخُرُوج لَا يتَوَقَّف على إِذن
مِنْهُم وَلَا يخَاف أَيْن ذهب من دِيَارهمْ شبه طِفْل الْجنَّة بِهِ لِكَثْرَة ذَهَابه فِي الْجنَّة حَيْثُ شَاءَ لَا يمْتَنع من بَيت فِيهَا وَلَا مَوضِع وَهَذَا قَول ظَاهر وَالله أعلم
وصنفة الثَّوْب بِفَتْح الصَّاد الْمُهْملَة وَالنُّون بعدهمَا فَاء وتاء تَأْنِيث هِيَ حَاشِيَته وطرفه الَّذِي لَا هدب لَهُ وَقيل بل هِيَ النَّاحِيَة ذَات الهدب
তাহকীক:
হাদীস নং: ৩০৬৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলো এবং সে বলল: ইয়া রাসূলাল্লাহ্! পুরুষেরা আপনার হাদীস লাভ করে ধন্য হচ্ছে। কাজেই, আপনার তরফ থেকে আমাদের জন্য একটি দিন ধার্য করে দিন, যেন আল্লাহ তা'আলা আপনাকে যে শিক্ষা দিয়েছেন তা আমাদের শেখাতে পারেন। তিনি বললেন: তোমরা অমুক অমুক জায়গায় অমুক অমুক দিন একত্র হবে। তারা একত্র হলো। নবী (ﷺ) তাদের নিকট আসেন এবং আল্লাহ তাঁকে যা শিক্ষা দিয়েছেন, তিনি তাদের তা শিক্ষা দেন। এরপর তিনি বললেনঃ তোমাদের কোন মহিলার (অপ্রাপ্ত) তিনটি সন্তান মারা গেলে তার জন্য জাহান্নামের আগুন থেকে (রক্ষা পাবার ক্ষেত্রে) পর্দা স্বরূপ হবে। এক মহিলা বলল: যদি দু'টি (সন্তান) হয়। রাসুলুল্লাহ (ﷺ) বললেন: দু'টি হলেও।
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত।)
(বুখারী, মুসলিম ও অপরাপর হাদীস গ্রন্থে বর্ণিত।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3066- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ جَاءَت امْرَأَة إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا رَسُول الله ذهب الرِّجَال بحديثك فَاجْعَلْ لنا من نَفسك يَوْمًا نأتك فِيهِ تعلمنا مِمَّا علمك الله
قَالَ اجْتَمعْنَ يَوْم كَذَا وَكَذَا فِي مَوضِع كَذَا وَكَذَا
فاجتمعن فأتاهن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فعلمهن مِمَّا علمه الله ثمَّ قَالَ مَا مِنْكُن من امْرَأَة تقدم ثَلَاثَة من الْوَلَد إِلَّا كَانُوا لَهَا حِجَابا من النَّار فَقَالَت امْرَأَة واثنين فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم واثنين
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
قَالَ اجْتَمعْنَ يَوْم كَذَا وَكَذَا فِي مَوضِع كَذَا وَكَذَا
فاجتمعن فأتاهن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فعلمهن مِمَّا علمه الله ثمَّ قَالَ مَا مِنْكُن من امْرَأَة تقدم ثَلَاثَة من الْوَلَد إِلَّا كَانُوا لَهَا حِجَابا من النَّار فَقَالَت امْرَأَة واثنين فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم واثنين
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
তাহকীক:
হাদীস নং: ৩০৬৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬৭. হযরত উকবা ইবনে আমির (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যার তিনটি সন্তান মারা যায়, এরপর সে আল্লাহর কাছে (তাদের বিনিময়ে) সাওয়াবের আশা রাখে তার জন্য জান্নাত অবধারিত।
(আহমাদ ও তাবারানী এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমাদ ও তাবারানী এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3067- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ من أثكل ثَلَاثَة من صلبه فاحتسبهم على الله فِي سَبِيل الله عز وَجل وَجَبت لَهُ الْجنَّة
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৩০৬৮
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬৮. হযরত আবদুর রহমান ইবনে বাশীর আনসারী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যার তিনটি নাবালক সন্তান মারা যায়, সে জাহান্নামে প্রবেশ করবে না, তবে পুলসীরাত অতিক্রম করতে হবে।
(তাবারানী ত্রুটিমুক্ত সনদে বর্ণনা করেন এবং তার এই হাদীসের সমর্থনে আরো বর্ণনা রয়েছে।)
(তাবারানী ত্রুটিমুক্ত সনদে বর্ণনা করেন এবং তার এই হাদীসের সমর্থনে আরো বর্ণনা রয়েছে।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3068- وَعَن عبد الرَّحْمَن بن بشير الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَاتَ لَهُ ثَلَاثَة من الْوَلَد لم يبلغُوا الْحِنْث لم يرد النَّار إِلَّا عَابِر سَبِيل يَعْنِي الْجَوَاز على الصِّرَاط
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَله شَوَاهِد كَثِيرَة
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ وَله شَوَاهِد كَثِيرَة
তাহকীক:
হাদীস নং: ৩০৬৯
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬৯. হযরত আবু উমামা (রা) সূত্রে আমর ইবনে আবাসা (রা) থেকে বর্ণিত। তিনি (আবু উমাম) বলেন, আমি তাকে বললাম: আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন, এমন একটি ত্রুটিহীন ও সন্দেহমুক্ত হাদীস আমাদের নিকট বর্ণনা করুন। তিনি বলেন, আমি তাঁকে বলতে শুনেছি। যাকে মুসলিম অবস্থায় তিনটি সন্তান দেওয়া হয়েছে এবং তারা বালিগ হওয়ার পূর্বে মারা গেছে, আল্লাহ্ তাঁর রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি আল্লাহর পথে জোড়া জোড়া ব্যয় করবে, সে জান্নাতের আটটি দরজার যে দরজা দিয়ে ইচ্ছা আল্লাহ্ তাকে প্রবেশ করাবেন।
(আহমাদ (র) উত্তম সনদে বর্ণনা করেন।)
(আহমাদ (র) উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3069- وَعَن أبي أُمَامَة عَن عَمْرو بن عبسة رَضِي الله عَنهُ قَالَ قلت لَهُ حَدثنَا حَدِيثا سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَيْسَ فِيهِ انتقاص وَلَا وهم
قَالَ سمعته يَقُول من ولد لَهُ ثَلَاثَة أَوْلَاد فِي الْإِسْلَام فماتوا قبل أَن يبلغُوا الْحِنْث أدخلهُ الله الْجنَّة برحمته إيَّاهُم وَمن أنْفق زَوْجَيْنِ فِي سَبِيل الله فَإِن للجنة ثَمَانِيَة أَبْوَاب يدْخلهُ الله من أَي بَاب شَاءَ من الْجنَّة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
قَالَ سمعته يَقُول من ولد لَهُ ثَلَاثَة أَوْلَاد فِي الْإِسْلَام فماتوا قبل أَن يبلغُوا الْحِنْث أدخلهُ الله الْجنَّة برحمته إيَّاهُم وَمن أنْفق زَوْجَيْنِ فِي سَبِيل الله فَإِن للجنة ثَمَانِيَة أَبْوَاب يدْخلهُ الله من أَي بَاب شَاءَ من الْجنَّة
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
তাহকীক:
হাদীস নং: ৩০৭০
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭০. হযরত হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি আয়েশা (রা)-এর নিকট ছিলেন। এমন সময় নবী (ﷺ) এসে তাঁর নিকট প্রবেশ করেন। তিনি বলেনঃ যে মুসলিম পিতামাতার তিনটি নাবালিগ সন্তান মারা যায়, কিয়ামতের দিন তাদেরকে উপস্থিত করা হবে। এমনকি জান্নাতের দরজায় তাদেরকে দাঁড় করান হবে এবং বলা হবে, তোমরা জান্নাতে প্রবেশ কর। তারা বলবেঃ আমাদের পিতামাতা প্রবেশ না করা পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব না। এরপর তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের পিতামাতাসহ জান্নাতে প্রবেশ কর। তাবারানী তাঁর ('মুজামুল কাবীর' গ্রন্থে উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3070- وَعَن حَبِيبَة أَنَّهَا كَانَت عِنْد عَائِشَة رَضِي الله عَنْهَا فجَاء النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى دخل عَلَيْهَا فَقَالَ مَا من مُسلمين يَمُوت لَهما ثَلَاثَة من الْوَلَد لم يبلغُوا الْحِنْث إِلَّا جِيءَ بهم يَوْم
الْقِيَامَة حَتَّى يوقفوا على بَاب الْجنَّة فَيُقَال لَهُم ادخُلُوا الْجنَّة فَيَقُولُونَ حَتَّى تدخل آبَاؤُنَا فَيُقَال لَهُم ادخُلُوا الْجنَّة أَنْتُم وآباؤكم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن جيد
الْقِيَامَة حَتَّى يوقفوا على بَاب الْجنَّة فَيُقَال لَهُم ادخُلُوا الْجنَّة فَيَقُولُونَ حَتَّى تدخل آبَاؤُنَا فَيُقَال لَهُم ادخُلُوا الْجنَّة أَنْتُم وآباؤكم
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن جيد
তাহকীক:
হাদীস নং: ৩০৭১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭১. হযরত মুহায়ব ইবনে আলকামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এমন এক মহিলা এল, যার একটি পুত্র সন্তান মারা গিয়েছিল। ফলে, তার জাতির লোকেরা তাকে তিরস্কার করল। সে বললঃ ইয়া রাসূলাল্লাহ্! এই পুত্রটি ছাড়া আরো দু'টি পুত্র সন্তান আমার ইসলাম গ্রহণের পর মারা যায়। নরী (ﷺ)-বললেন, আল্লাহর শপথ! তুমি জাহান্নাম থেকে মুক্তির জন্য একটি সুদৃঢ় প্রাচীর দাঁড় করালে।
(তাবারানী কাবীর গ্রন্থে সহীহ সনদে বর্ণনা করেন।
الخطا অর্থ পেছনে অতিবাহিত হয়েছে।)
(তাবারানী কাবীর গ্রন্থে সহীহ সনদে বর্ণনা করেন।
الخطا অর্থ পেছনে অতিবাহিত হয়েছে।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3071- وَعَن زُهَيْر بن عَلْقَمَة رَضِي الله عَنهُ قَالَ جَاءَت امْرَأَة من الْأَنْصَار إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي ابْن لَهَا مَاتَ فَكَأَن الْقَوْم عنفوها فَقَالَت يَا رَسُول الله قد مَاتَ لي ابْنَانِ مُنْذُ دخلت فِي الْإِسْلَام سوى هَذَا فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَالله لقد احتظرت من النَّار بحظار شَدِيد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد صَحِيح وَتقدم معنى الحظار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد صَحِيح وَتقدم معنى الحظار
তাহকীক:
হাদীস নং: ৩০৭২
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭২. হযরত হারিস ইবনে আকীশ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন মুসলিম পিতা-মাতার চারটি সন্তান মারা গেলে, আল্লাহ তাঁর পরম অনুগ্রহ ও দয়ায় তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! তিনটি হলে? তিনি বললেন, তিনটি হলেও। তিনি (আরো) বললেন, দু'টি হলেও।
(যাওয়াদা গ্রন্থে আবদুল্লাহ্ ইবনে ইমাম আহমাদ, আবু ই'আলা সহীহ সনদে এবং হাকিম বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন, এই হাদীসটি মসলিমের শর্তানুযায়ী সহীহ। তবে ইমাম হাকীম (র)-এর শব্দমালা হচ্ছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "কোন মুসলিম পিতামাতার তিনটি নাবালিগ সন্তান মারা গেলে আল্লাহ্ তাঁর পরশ অনুগ্রহ ও দয়ায় তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলাল্লাহ্! দু'টি হলে? তিনি বললেন: দু'টি হলেও। তিনি বলেছেন, আমার উম্মাতের মধ্যে এমন গুরুতর পাপীও হবে, যে জাহান্নামে প্রবেশ করলে জাহান্নামের একটি কোণা পূর্ণ হবে। আমার উম্মাতের মধ্যে এমন ব্যক্তিও হবে, যার শাফা'আতে মুদার গোত্রীয় মানুষের সংখ্যার অধিক উম্মাতকে জান্নাতে প্রবেশ করবে।)
(যাওয়াদা গ্রন্থে আবদুল্লাহ্ ইবনে ইমাম আহমাদ, আবু ই'আলা সহীহ সনদে এবং হাকিম বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন, এই হাদীসটি মসলিমের শর্তানুযায়ী সহীহ। তবে ইমাম হাকীম (র)-এর শব্দমালা হচ্ছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, "কোন মুসলিম পিতামাতার তিনটি নাবালিগ সন্তান মারা গেলে আল্লাহ্ তাঁর পরশ অনুগ্রহ ও দয়ায় তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলাল্লাহ্! দু'টি হলে? তিনি বললেন: দু'টি হলেও। তিনি বলেছেন, আমার উম্মাতের মধ্যে এমন গুরুতর পাপীও হবে, যে জাহান্নামে প্রবেশ করলে জাহান্নামের একটি কোণা পূর্ণ হবে। আমার উম্মাতের মধ্যে এমন ব্যক্তিও হবে, যার শাফা'আতে মুদার গোত্রীয় মানুষের সংখ্যার অধিক উম্মাতকে জান্নাতে প্রবেশ করবে।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3072- وَعَن الْحَارِث بن أقيش رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلمين يَمُوت لَهما أَرْبَعَة أَوْلَاد إِلَّا أدخلهما الله الْجنَّة بِفضل رَحمته
قَالَ رجل يَا رَسُول الله وَثَلَاثَة قَالَ وَثَلَاثَة
قَالَ وَاثْنَانِ
رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد فِي زوائده وَأَبُو يعلى بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلمين يقدمان ثَلَاثَة لم يبلغُوا الْحِنْث إِلَّا أدخلهما الله الْجنَّة بِفضل رَحمته إيَّاهُم
قَالُوا يَا رَسُول الله وذوا الْإِثْنَيْنِ قَالَ وذوا الْإِثْنَيْنِ إِن من أمتِي من يدْخل الْجنَّة بشفتاعته أَكثر من مُضر وَإِن من أمتِي من يستعظم للنار حَتَّى يكون إِحْدَى زواياها
قَالَ رجل يَا رَسُول الله وَثَلَاثَة قَالَ وَثَلَاثَة
قَالَ وَاثْنَانِ
رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد فِي زوائده وَأَبُو يعلى بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلمين يقدمان ثَلَاثَة لم يبلغُوا الْحِنْث إِلَّا أدخلهما الله الْجنَّة بِفضل رَحمته إيَّاهُم
قَالُوا يَا رَسُول الله وذوا الْإِثْنَيْنِ قَالَ وذوا الْإِثْنَيْنِ إِن من أمتِي من يدْخل الْجنَّة بشفتاعته أَكثر من مُضر وَإِن من أمتِي من يستعظم للنار حَتَّى يكون إِحْدَى زواياها
তাহকীক:
হাদীস নং: ৩০৭৩
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পরিচ্ছেদঃ যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭৩. হযরত আবু বুরদা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন মুসলিম পিতামাতার চারটি নাবালিগ সন্তান মারা গেলে, আল্লাহ তাঁর অনুগ্রহ ও দয়ায় তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসুলাল্লাহ্! তিনটি হলে? তিনি বললেন, তিনটি হলেও। তারা বলেন, দু'টি হলে? তিনি বলেন, দু'টি হলেও। তিনি বলেন, আমার উম্মাতের মধ্যে এমন পাপীও হবে, যার জাহান্নামে প্রবেশের কারণে জাহান্নামের এক প্রান্ত পূর্ণ হয়ে যাবে। আমার উম্মাতের মধ্যে এমন ব্যক্তিও হবে, যার শাফা'আতে মুদার গোত্রের সমপরিমাণ লোক জান্নাতে প্রবেশ করবে।
(আবদুল্লাহ্ ইবনে ইমাম আহমদ (র) বর্ণিত হাদীস হারিস ইবনে উকায়সের হাদীসের অনুরূপ যা পূর্বে উল্লেখিত হয়েছে। আহমাদ তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। ইন্শাআল্লাহ সামনে এর বিবরণ আসবে।)
(আবদুল্লাহ্ ইবনে ইমাম আহমদ (র) বর্ণিত হাদীস হারিস ইবনে উকায়সের হাদীসের অনুরূপ যা পূর্বে উল্লেখিত হয়েছে। আহমাদ তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত। ইন্শাআল্লাহ সামনে এর বিবরণ আসবে।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3073- وَعَن أبي بردة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من مُسلمين يَمُوت لَهما أَرْبَعَة أفراط إِلَّا أدخلهما الله الْجنَّة بِفضل رَحمته
قَالُوا يَا رَسُول الله وَثَلَاثَة قَالَ وَثَلَاثَة
قَالُوا وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ
قَالَ وَإِن من أمتِي لمن يعظم للنار حَتَّى يكون أحد زواياها وَإِن من أمتِي من يدْخل الْجنَّة بِشَفَاعَتِهِ مثل مُضر
رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد وَرُوَاته ثِقَات وَأرَاهُ حَدِيث الْحَارِث بن أقيش الَّذِي قبله وَيَأْتِي بَيَان ذَلِك إِن شَاءَ الله
قَالُوا يَا رَسُول الله وَثَلَاثَة قَالَ وَثَلَاثَة
قَالُوا وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ
قَالَ وَإِن من أمتِي لمن يعظم للنار حَتَّى يكون أحد زواياها وَإِن من أمتِي من يدْخل الْجنَّة بِشَفَاعَتِهِ مثل مُضر
رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد وَرُوَاته ثِقَات وَأرَاهُ حَدِيث الْحَارِث بن أقيش الَّذِي قبله وَيَأْتِي بَيَان ذَلِك إِن شَاءَ الله
তাহকীক: