আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
৬. অধ্যায়ঃ নফল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৮৪৩
অধ্যায়ঃ নফল
অধ্যায়: নফল
দিন রাতে বার রাক'আত সুন্নাত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
দিন রাতে বার রাক'আত সুন্নাত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৩. হযরত উম্মু হাবীবা বিনত আবূ সুফয়ান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে মুসলিম বান্দা প্রত্যহ ফরয বাদে বার রাক'আত সুন্নাত সালাত আদায় করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। অথবা তিনি বলেছেনঃ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ও আবু দাউদ (র) বলেন: যোহরের (ফরযের) পূর্বে চার রাক'আত ও পরে দুই রাক'আত, মাগরিবের পর দুই রাক'আত, ইশার পর দুই রাকআত এবং ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে অধিক শব্দযোগে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম হাকিম এ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। তবে তাঁরা আরো বলেছেনঃ আসরের পূর্বে দুই রাক'আত এবং তারা ইশার পরের দুই রাকআতের কথা উল্লেখ করেন নি। ইমাম নাসাঈ অনুরূপ বর্ণনা করেন। ইমাম ইবন মাজাহ বলেছেন: যোহরের (ফরযের) পূর্বে দুই রাক'আত এবং আমার ধারণামতে আসরের পূর্বে দুই রাক'আত। অবশিষ্ট অংশ তিনি ইমাম তিরমিযী-এর অনুরূপ বর্ণনা করেন।)
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ও আবু দাউদ (র) বলেন: যোহরের (ফরযের) পূর্বে চার রাক'আত ও পরে দুই রাক'আত, মাগরিবের পর দুই রাক'আত, ইশার পর দুই রাকআত এবং ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে অধিক শব্দযোগে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম হাকিম এ হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ বলেছেন। তবে তাঁরা আরো বলেছেনঃ আসরের পূর্বে দুই রাক'আত এবং তারা ইশার পরের দুই রাকআতের কথা উল্লেখ করেন নি। ইমাম নাসাঈ অনুরূপ বর্ণনা করেন। ইমাম ইবন মাজাহ বলেছেন: যোহরের (ফরযের) পূর্বে দুই রাক'আত এবং আমার ধারণামতে আসরের পূর্বে দুই রাক'আত। অবশিষ্ট অংশ তিনি ইমাম তিরমিযী-এর অনুরূপ বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على ثِنْتَيْ عشرَة رَكْعَة من السّنة فِي
الْيَوْم وَاللَّيْلَة
التَّرْغِيب فِي الْمُحَافظَة على ثِنْتَيْ عشرَة رَكْعَة من السّنة فِي
الْيَوْم وَاللَّيْلَة
843 - عَن أم حَبِيبَة رَملَة بنت أبي سُفْيَان رَضِي الله عَنْهُمَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من عبد مُسلم يُصَلِّي لله تَعَالَى فِي كل يَوْم ثِنْتَيْ عشرَة رَكْعَة تَطَوّعا غير فَرِيضَة إِلَّا بنى الله تَعَالَى لَهُ بَيْتا فِي الْجنَّة أَو إِلَّا بني لَهُ بَيت فِي الْجنَّة
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَدَاوُد أَرْبعا قبل الظّهْر وَرَكْعَتَيْنِ بعْدهَا وَرَكْعَتَيْنِ بعد الْمغرب وَرَكْعَتَيْنِ بعد الْعشَاء وَرَكْعَتَيْنِ قبل صَلَاة الْغَدَاة
وَرَوَاهُ بِالزِّيَادَةِ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم إِلَّا أَنهم زادوا وَرَكْعَتَيْنِ قبل الْعَصْر وَلم يذكرُوا رَكْعَتَيْنِ بعد الْعشَاء
وَهُوَ كَذَلِك عِنْد النَّسَائِيّ فِي رِوَايَة وَرَوَاهُ ابْن مَاجَه فَقَالَ وَرَكْعَتَيْنِ قبل الظّهْر وَرَكْعَتَيْنِ أَظُنهُ قبل الْعَصْر
وَوَافَقَ التِّرْمِذِيّ على الْبَاقِي
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَدَاوُد أَرْبعا قبل الظّهْر وَرَكْعَتَيْنِ بعْدهَا وَرَكْعَتَيْنِ بعد الْمغرب وَرَكْعَتَيْنِ بعد الْعشَاء وَرَكْعَتَيْنِ قبل صَلَاة الْغَدَاة
وَرَوَاهُ بِالزِّيَادَةِ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم إِلَّا أَنهم زادوا وَرَكْعَتَيْنِ قبل الْعَصْر وَلم يذكرُوا رَكْعَتَيْنِ بعد الْعشَاء
وَهُوَ كَذَلِك عِنْد النَّسَائِيّ فِي رِوَايَة وَرَوَاهُ ابْن مَاجَه فَقَالَ وَرَكْعَتَيْنِ قبل الظّهْر وَرَكْعَتَيْنِ أَظُنهُ قبل الْعَصْر
وَوَافَقَ التِّرْمِذِيّ على الْبَاقِي
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৮৪৪
অধ্যায়ঃ নফল
অধ্যায়: নফল
দিন রাতে বার রাক'আত সুন্নাত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
দিন রাতে বার রাক'আত সুন্নাত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি দিন রাতে আবশ্যকভাবে বার রাক'আত (সুন্নাত) সালাতে আদায় করবে, সে জান্নাতী। চার রাকআত যোহরের (ফরযের) পূর্বে এবং দুই রাক'আত পরে, মাগরিবের (ফরযের) পরে দুই রাকআত, ইশার (ফরযের) পর দুই রাকআত এবং ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত।
(নাসাঈ নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন এবং তিরমিযী ও ইবন মাজাহ প্রত্যেকে মুগীরা ইবন যিয়াদ আতা থেকে তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন। ইমাম নাসাঈ বলেনঃ এ সনদসূত্র ভুল। সম্ভবত তিনি আম্বাসা ইবন আবু সুফযান সম্পর্কে উক্তি করেছেন। যদি তাই হয়, তবে তা ভুল। এরপর নাসাঈ ইবন জুরায়জ থেকে, তিনি আতা থেকে, তিনি আম্বাসা ইবন আবু সুফয়ান থেকে, তিনি হযরত উম্মু হাবীবা থেকে বর্ণনা করেন। নাসাঈ (র) বলেনঃ আতা ইবন আবূ রাবাহ আম্বাসা থেকে সরাসরি এ হাদীস শোনেননি।)
(নাসাঈ নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন এবং তিরমিযী ও ইবন মাজাহ প্রত্যেকে মুগীরা ইবন যিয়াদ আতা থেকে তিনি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন। ইমাম নাসাঈ বলেনঃ এ সনদসূত্র ভুল। সম্ভবত তিনি আম্বাসা ইবন আবু সুফযান সম্পর্কে উক্তি করেছেন। যদি তাই হয়, তবে তা ভুল। এরপর নাসাঈ ইবন জুরায়জ থেকে, তিনি আতা থেকে, তিনি আম্বাসা ইবন আবু সুফয়ান থেকে, তিনি হযরত উম্মু হাবীবা থেকে বর্ণনা করেন। নাসাঈ (র) বলেনঃ আতা ইবন আবূ রাবাহ আম্বাসা থেকে সরাসরি এ হাদীস শোনেননি।)
كتاب النَّوَافِل
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على ثِنْتَيْ عشرَة رَكْعَة من السّنة فِي
الْيَوْم وَاللَّيْلَة
التَّرْغِيب فِي الْمُحَافظَة على ثِنْتَيْ عشرَة رَكْعَة من السّنة فِي
الْيَوْم وَاللَّيْلَة
844 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ثابر عَن ثِنْتَيْ عشرَة رَكْعَة فِي الْيَوْم وَاللَّيْلَة دخل الْجنَّة أَرْبعا قبل الظّهْر وَرَكْعَتَيْنِ بعْدهَا وَرَكْعَتَيْنِ بعد الْمغرب وَرَكْعَتَيْنِ بعد الْعشَاء وَرَكْعَتَيْنِ قبل الْفجْر
رَوَاهُ النَّسَائِيّ وَهَذَا لَفظه
وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
كلهم من رِوَايَة الْمُغيرَة بن زِيَاد عَن عَطاء عَن عَائِشَة وَقَالَ النَّسَائِيّ هَذَا خطأ وَلَعَلَّه أَرَادَ عَنْبَسَة بن أبي سُفْيَان فصحف ثمَّ رَوَاهُ النَّسَائِيّ عَن ابْن جريج عَن عَطاء عَن عَنْبَسَة بن أبي سُفْيَان عَن أم حَبِيبَة وَقَالَ عَطاء بن أبي رَبَاح لم يسمعهُ من عَنْبَسَة انْتهى
رَوَاهُ النَّسَائِيّ وَهَذَا لَفظه
وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
كلهم من رِوَايَة الْمُغيرَة بن زِيَاد عَن عَطاء عَن عَائِشَة وَقَالَ النَّسَائِيّ هَذَا خطأ وَلَعَلَّه أَرَادَ عَنْبَسَة بن أبي سُفْيَان فصحف ثمَّ رَوَاهُ النَّسَائِيّ عَن ابْن جريج عَن عَطاء عَن عَنْبَسَة بن أبي سُفْيَان عَن أم حَبِيبَة وَقَالَ عَطاء بن أبي رَبَاح لم يسمعهُ من عَنْبَسَة انْتهى
তাহকীক:
হাদীস নং: ৮৪৫
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৫. হযরত আয়েশা (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ ফজরের দুই রাক'আত সালাত পৃথিবী
এবং তার মধ্যস্থ যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম।
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
মুসলিমের অন্য বর্ণনায় আছেঃ ফজরের দুই রাক'আত সালাত আমার কাছে পৃথিবীর মধ্যস্থ যাবতীয় বস্তুরাজি অপেক্ষা প্রিয়।
এবং তার মধ্যস্থ যাবতীয় বস্তু অপেক্ষা উত্তম।
(মুসলিম ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন।)
মুসলিমের অন্য বর্ণনায় আছেঃ ফজরের দুই রাক'আত সালাত আমার কাছে পৃথিবীর মধ্যস্থ যাবতীয় বস্তুরাজি অপেক্ষা প্রিয়।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
845 - وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رَكعَتَا الْفجْر خير من الدُّنْيَا وَمَا فِيهَا
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
وَفِي رِوَايَة لمُسلم لَهما أحب إِلَيّ من الدُّنْيَا جَمِيعًا
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ
وَفِي رِوَايَة لمُسلم لَهما أحب إِلَيّ من الدُّنْيَا جَمِيعًا
তাহকীক:
হাদীস নং: ৮৪৬
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ নবী (সা) নফলগুলোর (অর্থাৎ সুন্নাত ও নফল) মধ্যে ফজরের দুই রাক'আতের (সুন্নতের) চাইতে বেশি আর কোনটার প্রতি অধিক খেয়াল রাখতেন না।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইবন খুযায়মার অন্য বর্ণনায় আছেঃ তিনি (আয়েশা (রা) বলেছেন): আমি রাসূলুল্লাহ (সা) কে ফজরের পূর্বে দুই রাক'আত (সুন্নাত) সালাত অপেক্ষা অধিক উত্তম ও গনীমত অন্য সালাতকে মনে করতে দেখিনি।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইবন খুযায়মার অন্য বর্ণনায় আছেঃ তিনি (আয়েশা (রা) বলেছেন): আমি রাসূলুল্লাহ (সা) কে ফজরের পূর্বে দুই রাক'আত (সুন্নাত) সালাত অপেক্ষা অধিক উত্তম ও গনীমত অন্য সালাতকে মনে করতে দেখিনি।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
846 - وعنها رَضِي الله عَنْهَا قَالَت لم يكن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم على شَيْء من النَّوَافِل أَشد تعاهدا مِنْهُ على رَكْعَتي الْفجْر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة قَالَت مَا رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى شَيْء من الْخَيْر أسْرع مِنْهُ إِلَى الرَّكْعَتَيْنِ قبل الْفجْر وَلَا إِلَى غنيمَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
وَفِي رِوَايَة لِابْنِ خُزَيْمَة قَالَت مَا رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى شَيْء من الْخَيْر أسْرع مِنْهُ إِلَى الرَّكْعَتَيْنِ قبل الْفجْر وَلَا إِلَى غنيمَة
তাহকীক:
হাদীস নং: ৮৪৭
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন আমল বলে দিন, যার দ্বারা আল্লাহ আমার উপকার সাধন করবেন। তিনি বললেন: ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাতকে তুমি অপরিহার্য করে নাও। কেননা তাতে রয়েছে বিপুল সওয়াব।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তাঁর অন্য সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ তোমরা (কখনো) ফজরের পূর্বের দুই রাক'আত (সুন্নাত) সালাত বর্জন করবে না। কেননা তাতে রয়েছে বিপুল সওয়াব। আহমদ (র)-এর সূত্রে বর্ণিত আছে যে, ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাতকে তোমরা সংরক্ষণ করবে। কেননা তাতে রয়েছে বিপুল সওয়াব।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। তাঁর অন্য সূত্রে বর্ণিত আছে যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ তোমরা (কখনো) ফজরের পূর্বের দুই রাক'আত (সুন্নাত) সালাত বর্জন করবে না। কেননা তাতে রয়েছে বিপুল সওয়াব। আহমদ (র)-এর সূত্রে বর্ণিত আছে যে, ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাতকে তোমরা সংরক্ষণ করবে। কেননা তাতে রয়েছে বিপুল সওয়াব।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
847 - وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رجل يَا رَسُول الله دلَّنِي على عمل يَنْفَعنِي الله بِهِ قَالَ عَلَيْك بركعتي الْفجْر فَإِن فِيهَا فَضِيلَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
وَفِي رِوَايَة لَهُ أَيْضا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تدعوا الرَّكْعَتَيْنِ قبل صَلَاة الْفجْر فَإِن فيهمَا الرغائب
وروى أَحْمد مِنْهُ وركعتي الْفجْر حَافظُوا عَلَيْهِمَا فَإِن فيهمَا الرغائب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
وَفِي رِوَايَة لَهُ أَيْضا قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تدعوا الرَّكْعَتَيْنِ قبل صَلَاة الْفجْر فَإِن فيهمَا الرغائب
وروى أَحْمد مِنْهُ وركعتي الْفجْر حَافظُوا عَلَيْهِمَا فَإِن فيهمَا الرغائب
তাহকীক:
হাদীস নং: ৮৪৮
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৮. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) আমাকে তিনটি বিষয়ের উপদেশ দিয়েছেন। তা হল: ১. প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালন করবে, ২. ঘুমিয়ে পড়ার পূর্বে বিতর আদায় করবে এবং ৩. ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাত আদায় করবে।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ-এর বর্ণনায় ফজরের দুই রাকআ'তের স্থলে দুই রাক'আত দুহার সালাতের কথা রয়েছে। এ বিষয়ে ইনশা আল্লাহ সামনে আলোচনা হবে।)
(তাবারানী 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ-এর বর্ণনায় ফজরের দুই রাকআ'তের স্থলে দুই রাক'আত দুহার সালাতের কথা রয়েছে। এ বিষয়ে ইনশা আল্লাহ সামনে আলোচনা হবে।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
848 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ أَوْصَانِي خليلي صلى الله عَلَيْهِ وَسلم بِثَلَاث بِصَوْم ثَلَاثَة أَيَّام
من كل شهر وَالْوتر قبل النّوم وركعتي الْفجْر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَهُوَ عِنْد أبي دَاوُد وَغَيره خلا قَوْله وركعتي الْفجْر وَذكر مكانهما رَكْعَتي الضُّحَى وَيَأْتِي إِن شَاءَ الله تَعَالَى
من كل شهر وَالْوتر قبل النّوم وركعتي الْفجْر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَهُوَ عِنْد أبي دَاوُد وَغَيره خلا قَوْله وركعتي الْفجْر وَذكر مكانهما رَكْعَتي الضُّحَى وَيَأْتِي إِن شَاءَ الله تَعَالَى
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৮৪৯
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৪৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেনঃ قل هُوَ الله أحد (সূরা ইখলাস) কুরআনের এক-তৃতীয়াংশের সমান এবং قل يَا أَيهَا الْكَافِرُونَ (সূরা কাফিরুন) কুরআনের এক-চতুর্থাংশের সমান। তিনি [রাসূলুল্লাহ (সা) ] ফজরের দুই রাক'আতে এ সূরা দুটি পড়তেন। তিনি বলেছেনঃ এই দুই রাক'আতে রয়েছে লোকদের মুক্তা সংগ্রহের আগ্রহ। অর্থাৎ এই দুই রাক'আতে রয়েছে বিপুল সওয়াব।
(আবু ইয়ালা উত্তম সনদে এবং তাবারানী 'কাবীর' গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন।)
(আবু ইয়ালা উত্তম সনদে এবং তাবারানী 'কাবীর' গ্রন্থে নিজ শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
849 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم {قل هُوَ الله أحد} الْإِخْلَاص 1 تعدل ثلث الْقُرْآن و {قل يَا أَيهَا الْكَافِرُونَ} الْكَافِرُونَ 1 تعدل ربع الْقُرْآن وَكَانَ يقرؤهما فِي رَكْعَتي الْفجْر وَقَالَ هَاتَانِ الركعتان فيهمَا رغب الدّرّ
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَاللَّفْظ لَهُ
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَاللَّفْظ لَهُ
তাহকীক:
হাদীস নং: ৮৫০
অধ্যায়ঃ নফল
ফজরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাত সংরক্ষণের প্রতি অনুপ্রেরণা
৮৫০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: তোমরা ফজরের দুই রাক'আত (সুন্নাত) সালাত বর্জন করবে না, যদিও শত্রুর ঘোড়া তোমাদের তাড়ায়।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الْمُحَافظَة على رَكْعَتَيْنِ قبل الصُّبْح
850 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا تدعوا رَكْعَتي الْفجْر وَلَو طردتكم الْخَيل
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد
তাহকীক:
হাদীস নং: ৮৫১
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫১. হযরত উম্মু হাবীবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি যোহরের ফরযের পূর্বের চার রাক'আত এবং পরে চার রাক'আত নিয়মিত আদায় করবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেবেন।
(আহমদ, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী প্রমুখ আবু উমামা তনয় কাসিম আবূ আবদুর রহমান থেকে আন্বাসা ইবন আবূ সুফয়ান .... উম্মে হাবীবা সূত্রে বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন: এ হাদীসটি হাসান-সহীহ-গরীব। আর কাসিম ইবন আবদুর রহমান সিরিয়ার অধিবাসী এবং তিনি একজন বিশ্বস্ত রাবী। নাসাঈ শরীফের এক বর্ণনায় আছে: কখনো তার মুখমন্ডলে আগুন স্পর্শ করবে না। ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে সুলায়মান ইবন মূসা থেকে মুহাম্মদ ইবন আবু সুফয়ান সূত্রে তাঁর বোন হযরত উম্মু হাবীবা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয মুনযিরী (র) বলেন]। ইমাম আবূ দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং অপরাপর মুহাদ্দিসগণ মাকতুল সূত্রে আম্বাসা থেকে বর্ণনা করেন। তবে মাকতুল আম্বাসা থেকে এ হাদীস শোনেননি। আবু যুর'আ, আবু মিসহার, নাসাঈ এবং অন্যান্যগণ এ বক্তব্য প্রদান করেছেন। ইমাম তিরমিযী (র)-ও এ হাদীসকে হাসান বলেছেন। ইমাম তিরমিযী ও ইবন মাজাহ মুহাম্মদ ইবন আবদুল্লাহ শাসী তাঁর পিতার সূত্রে আম্বাসা থেকে বর্ণনা করেছেন। তবে মুহাম্মদ-এর বিশ্বস্ততার ব্যাপারে মুহাদ্দিসগণের মতানৈক্য রয়েছে।
(আহমদ, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী প্রমুখ আবু উমামা তনয় কাসিম আবূ আবদুর রহমান থেকে আন্বাসা ইবন আবূ সুফয়ান .... উম্মে হাবীবা সূত্রে বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেছেন: এ হাদীসটি হাসান-সহীহ-গরীব। আর কাসিম ইবন আবদুর রহমান সিরিয়ার অধিবাসী এবং তিনি একজন বিশ্বস্ত রাবী। নাসাঈ শরীফের এক বর্ণনায় আছে: কখনো তার মুখমন্ডলে আগুন স্পর্শ করবে না। ইবন খুযায়মা তাঁর সহীহ গ্রন্থে সুলায়মান ইবন মূসা থেকে মুহাম্মদ ইবন আবু সুফয়ান সূত্রে তাঁর বোন হযরত উম্মু হাবীবা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
[হাফিয মুনযিরী (র) বলেন]। ইমাম আবূ দাউদ, নাসাঈ ও ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং অপরাপর মুহাদ্দিসগণ মাকতুল সূত্রে আম্বাসা থেকে বর্ণনা করেন। তবে মাকতুল আম্বাসা থেকে এ হাদীস শোনেননি। আবু যুর'আ, আবু মিসহার, নাসাঈ এবং অন্যান্যগণ এ বক্তব্য প্রদান করেছেন। ইমাম তিরমিযী (র)-ও এ হাদীসকে হাসান বলেছেন। ইমাম তিরমিযী ও ইবন মাজাহ মুহাম্মদ ইবন আবদুল্লাহ শাসী তাঁর পিতার সূত্রে আম্বাসা থেকে বর্ণনা করেছেন। তবে মুহাম্মদ-এর বিশ্বস্ততার ব্যাপারে মুহাদ্দিসগণের মতানৈক্য রয়েছে।
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
851 - عَن أم حَبِيبَة رَضِي الله عَنْهَا قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من يحافظ على أَربع رَكْعَات قبل الظّهْر وَأَرْبع بعْدهَا حرمه الله على النَّار
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ من رِوَايَة الْقَاسِم أبي عبد الرَّحْمَن صَاحب أبي أُمَامَة عَن عَنْبَسَة بن أبي سُفْيَان عَن أم حَبِيبَة وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح غَرِيب وَالقَاسِم بن عبد الرَّحْمَن شَامي ثِقَة انْتهى
وَفِي رِوَايَة للنسائي فتمس وَجهه النَّار أبدا
وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن سُلَيْمَان بن مُوسَى عَن مُحَمَّد بن أبي سُفْيَان عَن أُخْته أم حَبِيبَة
قَالَ الْحَافِظ رَضِي الله عَنهُ وَرَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه أَيْضا وَغَيرهم من رِوَايَة مَكْحُول عَن عَنْبَسَة وَمَكْحُول لم يسمع من عَنْبَسَة
قَالَ أَبُو زرْعَة وَأَبُو مسْهر وَالنَّسَائِيّ وَغَيرهم وَرَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَحسنه وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة مُحَمَّد بن عبد الله الشعيثي عَن أَبِيه عَن عَنْبَسَة وَيَأْتِي الْكَلَام على مُحَمَّد
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ من رِوَايَة الْقَاسِم أبي عبد الرَّحْمَن صَاحب أبي أُمَامَة عَن عَنْبَسَة بن أبي سُفْيَان عَن أم حَبِيبَة وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح غَرِيب وَالقَاسِم بن عبد الرَّحْمَن شَامي ثِقَة انْتهى
وَفِي رِوَايَة للنسائي فتمس وَجهه النَّار أبدا
وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه عَن سُلَيْمَان بن مُوسَى عَن مُحَمَّد بن أبي سُفْيَان عَن أُخْته أم حَبِيبَة
قَالَ الْحَافِظ رَضِي الله عَنهُ وَرَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه أَيْضا وَغَيرهم من رِوَايَة مَكْحُول عَن عَنْبَسَة وَمَكْحُول لم يسمع من عَنْبَسَة
قَالَ أَبُو زرْعَة وَأَبُو مسْهر وَالنَّسَائِيّ وَغَيرهم وَرَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَحسنه وَابْن مَاجَه كِلَاهُمَا من رِوَايَة مُحَمَّد بن عبد الله الشعيثي عَن أَبِيه عَن عَنْبَسَة وَيَأْتِي الْكَلَام على مُحَمَّد
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৮৫২
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫২. হযরত আবূ আয়্যুব (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যোহরের ফরয সালাতের পূর্বে এক সালামে যে ব্যক্তি চার রাক'আত সালাত আদায় করবে, এর বদৌলতে তার জন্য আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে।
(আবু দাউদ নিজ শব্দযোগে এবং ইবন মাজাহ এ হাদীস বর্ণনা করেন। তবে উভয়ের সনদ হাসান হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। তাবারানী 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে নিজ শব্দযোগে বলেছেনঃ রাসূলুল্লাহ (সা) কে আমার কাছে আসা পর্যন্ত যোহরের (ফরয সালাতের) পূর্বে চার রাক'আত নিয়মিত আদায় করতে দেখেছি। তিনি বলেছেন: সূর্য যখন পশ্চিমাকাশে ঢলে পড়ে, তখন আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং সালাত আদায় শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ করা হয় না। কাজেই আমি আমার আমল ঐ সময়ে তুলে নেওয়া অধিক পসন্দ করি।)
(আবু দাউদ নিজ শব্দযোগে এবং ইবন মাজাহ এ হাদীস বর্ণনা করেন। তবে উভয়ের সনদ হাসান হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। তাবারানী 'কাবীর' ও 'আওসাত' গ্রন্থে নিজ শব্দযোগে বলেছেনঃ রাসূলুল্লাহ (সা) কে আমার কাছে আসা পর্যন্ত যোহরের (ফরয সালাতের) পূর্বে চার রাক'আত নিয়মিত আদায় করতে দেখেছি। তিনি বলেছেন: সূর্য যখন পশ্চিমাকাশে ঢলে পড়ে, তখন আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং সালাত আদায় শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ করা হয় না। কাজেই আমি আমার আমল ঐ সময়ে তুলে নেওয়া অধিক পসন্দ করি।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
852 - وَرُوِيَ عَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَربع قبل الظّهْر لَيْسَ فِيهِنَّ تَسْلِيم تفتح لَهُنَّ أَبْوَاب السَّمَاء
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَفِي إسنادهما احْتِمَال للتحسين وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَلَفظه قَالَ لما نزل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَليّ رَأَيْته يديم أَرْبعا قبل الظّهْر وَقَالَ إِنَّه إِذا زَالَت الشَّمْس فتحت أَبْوَاب السَّمَاء فَلَا يغلق مِنْهَا بَاب حَتَّى تصلى الظّهْر فَأَنا أحب أَن يرفع لي فِي تِلْكَ السَّاعَة خير
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَفِي إسنادهما احْتِمَال للتحسين وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط وَلَفظه قَالَ لما نزل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَليّ رَأَيْته يديم أَرْبعا قبل الظّهْر وَقَالَ إِنَّه إِذا زَالَت الشَّمْس فتحت أَبْوَاب السَّمَاء فَلَا يغلق مِنْهَا بَاب حَتَّى تصلى الظّهْر فَأَنا أحب أَن يرفع لي فِي تِلْكَ السَّاعَة خير
তাহকীক:
হাদীস নং: ৮৫৩
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৩. কাবুস (র) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ কোন সালাত (সুন্নাত) নিয়মিত রাসূলুল্লাহ (সা) আদায় করাকে অধিক পসন্দ করেন, এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য আমার পিতা আমাকে হযরত
আয়েশা (রা)-এর নিকট প্রেরণ করেন। তিনি বলেনঃ তিনি যোহরের (ফরয সালাতের) পূর্বে চার রাকা'আত সালাত দীর্ঘ কিয়ামযোগে আদায় করতেন এবং তাতে তিনি যথাযথভাবে রুকু ও সিজদা আদায় করতেন।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। কাবুস হলেন ইবন আবূ যুবয়ান। তবে তাঁকে বিশ্বস্ত মনে করা হয়।
ইমাম তিরমিযী, ইবন খুযায়মা, হাকিম এবং অপরাপর মুহাদ্দিসগণের মতে তিনি বিশুদ্ধ সনদে হাদীস বর্ণনা করেন। তবে হযরত আয়েশা (রা) পর্যন্ত হাদীসটি মুরসাল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। আল্লাহ সর্বজ্ঞ।)
আয়েশা (রা)-এর নিকট প্রেরণ করেন। তিনি বলেনঃ তিনি যোহরের (ফরয সালাতের) পূর্বে চার রাকা'আত সালাত দীর্ঘ কিয়ামযোগে আদায় করতেন এবং তাতে তিনি যথাযথভাবে রুকু ও সিজদা আদায় করতেন।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। কাবুস হলেন ইবন আবূ যুবয়ান। তবে তাঁকে বিশ্বস্ত মনে করা হয়।
ইমাম তিরমিযী, ইবন খুযায়মা, হাকিম এবং অপরাপর মুহাদ্দিসগণের মতে তিনি বিশুদ্ধ সনদে হাদীস বর্ণনা করেন। তবে হযরত আয়েশা (রা) পর্যন্ত হাদীসটি মুরসাল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
853 - وَعَن قَابُوس رَضِي الله عَنهُ عَن أَبِيه قَالَ أرسل أبي إِلَى عَائِشَة رَضِي الله عَنْهَا أَي صَلَاة رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ أحب إِلَيْهِ أَن يواظب عَلَيْهَا قَالَت كَانَ يُصَلِّي أَرْبعا قبل الظّهْر يُطِيل فِيهِنَّ الْقيام وَيحسن فِيهِنَّ الرُّكُوع وَالسُّجُود
رَوَاهُ ابْن مَاجَه
وقابوس هُوَ ابْن أبي ظبْيَان وثق وَصحح لَهُ التِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة وَالْحَاكِم وَغَيرهم لَكِن الْمُرْسل إِلَى عَائِشَة مُبْهَم وَالله أعلم
رَوَاهُ ابْن مَاجَه
وقابوس هُوَ ابْن أبي ظبْيَان وثق وَصحح لَهُ التِّرْمِذِيّ وَابْن خُزَيْمَة وَالْحَاكِم وَغَيرهم لَكِن الْمُرْسل إِلَى عَائِشَة مُبْهَم وَالله أعلم
তাহকীক:
হাদীস নং: ৮৫৪
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৪. হযরত আবদুল্লাহ ইবন সাইব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়ার পর যোহরের (ফযর সালাতের) পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন। তিনি (আরো) বলেছেন: এটা এমন সময় যে, আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয়। এ সময়ে আমি আমার নেক আমল উপরে উঠিয়ে নেওয়া অধিক পসন্দ করি।
(আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন এ হাদীসটি হাসান-গরীব।)
(আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেন এ হাদীসটি হাসান-গরীব।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
854 - وَعَن عبد الله بن السَّائِب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يُصَلِّي أَرْبعا بعد أَن تَزُول الشَّمْس قبل الظّهْر وَقَالَ إِنَّهَا سَاعَة تفتح فِيهَا أَبْوَاب السَّمَاء فَأحب أَن يصعد لي فِيهَا عمل صَالح
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
তাহকীক:
হাদীস নং: ৮৫৫
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৫. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) দ্বি-প্রহরের পরে সালাত আদায় করা পসন্দ করতেন। আয়েশা (রা) বলেন, ইয়া রাসুলাল্লাহ। আমি দেখছি আপনি এ সময়ে সালাত আদায় করা পসন্দ করছেন? তিনি বললেন: এ সময়ে আসমানের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা তাঁর সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। আর তা এমন সালাত, যা আদম (আ), নূহ (আ) ইবরাহীম (আ),মুসা (আ), ঈসা (আ) প্রমুখ আম্বিয়া কিরাম সংরক্ষণ করতেন।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
855 - وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يسْتَحبّ أَن يُصَلِّي بعد نصف النَّهَار فَقَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا يَا رَسُول الله إِنِّي أَرَاك تسْتَحب الصَّلَاة هَذِه السَّاعَة قَالَ تفتح فِيهَا أَبْوَاب السَّمَاء وَينظر الله تبَارك وَتَعَالَى بِالرَّحْمَةِ إِلَى خلقه وَهِي صَلَاة كَانَ يحافظ عَلَيْهَا آدم ونوح وَإِبْرَاهِيم ومُوسَى وَعِيسَى صلوَات الله عَلَيْهِم
رَوَاهُ الْبَزَّار
رَوَاهُ الْبَزَّار
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৮৫৬
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৬. হযরত বারা ইবন আযিব (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি যোহরের (ফরয) পূর্বে চার রাক'আত (সুন্নাত) সালাত আদায় করল, সে যেন রাতে তাহাজ্জুদ সালাত আদায় করল। আর যে ব্যক্তি ইশার (ফরয) সালাতের পর অনুরূপ (চার রাক'আত) আদায় করল, সে যেন লায়লাতুল কদরের সালাত আদায় করল।
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত।)
(হাদীসটি তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
856 - وَرُوِيَ عَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صلى قبل الظّهْر أَربع رَكْعَات كَأَنَّمَا تهجد بِهن من ليلته وَمن صَلَّاهُنَّ بعد الْعشَاء كمثلهن من لَيْلَة الْقدر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
তাহকীক:
হাদীস নং: ৮৫৭
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৭. হযরত বশীর ইবন সালমান (র) আমর ইবন আনসারী থেকে তাঁর পিতার সূত্রে নবী (সা) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি যোহরের (ফরযের) পূর্বে চার রাকআত (সুন্নাত) সালাত আদায় করল, সে যেন বনূ ইসমাঈলের একটি দাস মুক্ত করল।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। আর বশীর পর্যন্ত তাঁর বর্ণনা বিশ্বস্ত সূত্রে বর্ণিত।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে। আর বশীর পর্যন্ত তাঁর বর্ণনা বিশ্বস্ত সূত্রে বর্ণিত।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
857 - وَعَن بشير بن سلمَان عَن عَمْرو بن الْأنْصَارِيّ رَضِي الله عَنهُ عَن أَبِيه عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من صلى قبل الظّهْر أَرْبعا كَانَ كَعدْل رَقَبَة من بني إِسْمَاعِيل
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته إِلَى بشير ثِقَات
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَرُوَاته إِلَى بشير ثِقَات
তাহকীক:
হাদীস নং: ৮৫৮
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৮. হযরত আবদুর রহমান ইবন হুমায়দ পর্যায়ক্রমে তাঁর পিতা এবং তদীয় পিতা থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (সা) বলেছেন: সালাতুল হাজীর সালাতুল লায়লের অনুরূপ। বর্ণনাকারী বলেন: আমি আবদুর রহমান ইবন হুমায়দের কাছে জিজ্ঞেস করলাম: হাজীর কি? তিনি বললেন: সূর্য যখন পশ্চিমাকাশে ঢলে পড়ে তখন যে সালাত আদায় করা হয়, তাই সালাতুল হাজীর।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে এবং সাধারণ সনদে হাদীসটি বর্ণিত। আবদুর রহমানের পিতামহ হলেন হযরত আবদুর রহমান ইবন আওফ (রা)।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে এবং সাধারণ সনদে হাদীসটি বর্ণিত। আবদুর রহমানের পিতামহ হলেন হযরত আবদুর রহমান ইবন আওফ (রা)।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
858 - وَعَن عبد الرَّحْمَن بن حميد رَضِي الله عَنهُ عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صَلَاة الهجير مثل صَلَاة اللَّيْل
قَالَ الرَّاوِي فَسَأَلت عبد الرَّحْمَن بن حميد عَن الهجير فَقَالَ إِذا زَالَت الشَّمْس
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي سَنَده لين وجد عبد الرَّحْمَن هَذَا هُوَ عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ
قَالَ الرَّاوِي فَسَأَلت عبد الرَّحْمَن بن حميد عَن الهجير فَقَالَ إِذا زَالَت الشَّمْس
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي سَنَده لين وجد عبد الرَّحْمَن هَذَا هُوَ عبد الرَّحْمَن بن عَوْف رَضِي الله عَنهُ
তাহকীক:
হাদীস নং: ৮৫৯
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৫৯. আসওয়াদ, মুররা ও মাসরূক (র) থেকে বর্ণিত। তারা বলেন, হযরত আবদুল্লাহ (রা) বলেছেন: যোহরের (ফরযের) পূর্বের চার রাক'আতই কেবল সালাতুল লায়ল সমতুল্য হতে পারে। আর এ চার রাক'আতের ফযীলত হল একাকী সালাত আদায় করার চাইতে জামাআতে সালাত আদায় করার মত।
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে বর্ণিত এ হাদীসটি মাওকূফ।)
(তাবারানীর 'কাবীর' গ্রন্থে ত্রুটিমুক্ত সনদে বর্ণিত এ হাদীসটি মাওকূফ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
859 - وَعَن الْأسود وَمرَّة ومسروق رَضِي الله عَنْهُم قَالُوا قَالَ عبد الله لَيْسَ شَيْء يعدل صَلَاة اللَّيْل من صَلَاة النَّهَار إِلَّا أَرْبعا قبل الظّهْر وَفَضْلهنَّ على صَلَاة النَّهَار كفضل صَلَاة الْجَمَاعَة على صَلَاة الْوحدَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَهُوَ مَوْقُوف لَا بَأْس بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَهُوَ مَوْقُوف لَا بَأْس بِهِ
তাহকীক:
হাদীস নং: ৮৬০
অধ্যায়ঃ নফল
যোহরের (ফরয সালাতের) আগে ও পরে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৬০. হযরত উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: যোহরের (ফরযের) পূর্বে চার রাক'আত (সুন্নাত) এবং সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর চার রাক'আত, সওয়াবের দিক থেকে তাহাজ্জুদ সালাতের ন্যায়। আর সে সময় সকল বস্তুই আল্লাহর তাসবীহ পাঠ করে। এরপর তিনি তিলাওয়াত করেন:
يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ
অর্থাৎ আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি (তারা কি লক্ষ্য করে না)। যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদায় নত হয়। (সূরা নাহল, ১৬ঃ ১৮)
(ইমাম তিরমিযী তাঁর 'জামে' গ্রন্থের তাফসীর অধ্যায়ে এ হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি গরীব। আমি কেবল আলী ইবন আসিম সূত্রে এ হাদীসটি বর্ণিত বলে জানি।)
يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ
অর্থাৎ আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি (তারা কি লক্ষ্য করে না)। যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদায় নত হয়। (সূরা নাহল, ১৬ঃ ১৮)
(ইমাম তিরমিযী তাঁর 'জামে' গ্রন্থের তাফসীর অধ্যায়ে এ হাদীসটি বর্ণনা করেন। তিনি বলেন: হাদীসটি গরীব। আমি কেবল আলী ইবন আসিম সূত্রে এ হাদীসটি বর্ণিত বলে জানি।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الظّهْر وَبعدهَا
860 - وَرُوِيَ عَن عمر رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول أَربع قبل الظّهْر وَبعد الزَّوَال تحسب بمثلهن فِي السحر وَمَا من شَيْء إِلَّا وَهُوَ يسبح الله فِي تِلْكَ السَّاعَة
ثمَّ قَرَأَ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ النَّحْل 84
رَوَاهُ التِّرْمِذِيّ فِي التَّفْسِير من جَامعه وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث عَليّ بن عَاصِم
ثمَّ قَرَأَ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ النَّحْل 84
رَوَاهُ التِّرْمِذِيّ فِي التَّفْسِير من جَامعه وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من حَدِيث عَليّ بن عَاصِم
তাহকীক:
হাদীস নং: ৮৬১
অধ্যায়ঃ নফল
আসরের (ফরযের) পূর্বে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৬১. হযরত ইবন উমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি আসরের (ফরযের) পূর্বে চার রাক'আত (সুন্নাত) সালাত আদায় করবে, আল্লাহর তার প্রতি রহম করবেন।
(আহমদ, আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী-এর মতে এ হাদীসটি হাসান। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে স্বীয় 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আহমদ, আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী-এর মতে এ হাদীসটি হাসান। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে স্বীয় 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الْعَصْر
861 - عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رحم الله امْرأ صلى قبل الْعَصْر أَرْبعا
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
তাহকীক:
হাদীস নং: ৮৬২
অধ্যায়ঃ নফল
আসরের (ফরযের) পূর্বে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৬২. হযরত উম্মু হাবীবা বিনত আবু সুফয়ান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি আসরের (ফরযের) পূর্বে চার রাক'আত সুন্নাত সালাত নিয়মিত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।
(আবু ইয়ালা এ হাদীস বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে জনৈক মুহাম্মদ ইবন সা'দ আল-মুআযযিযন রয়েছেন যার পরিচিতি অজ্ঞাত।)
(আবু ইয়ালা এ হাদীস বর্ণনা করেছেন। এ হাদীসের সনদে জনৈক মুহাম্মদ ইবন সা'দ আল-মুআযযিযন রয়েছেন যার পরিচিতি অজ্ঞাত।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الْعَصْر
862 - وَعَن أم حَبِيبَة بنت أبي سُفْيَان رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حَافظ على أَربع رَكْعَات قبل الْعَصْر بنى الله لَهُ بَيْتا فِي الْجنَّة
رَوَاهُ أَبُو يعلى وَفِي إِسْنَاده مُحَمَّد بن سعد الْمُؤَذّن لَا يدرى من هُوَ
رَوَاهُ أَبُو يعلى وَفِي إِسْنَاده مُحَمَّد بن سعد الْمُؤَذّن لَا يدرى من هُوَ
তাহকীক:
বর্ণনাকারী: