হযরত ছাওবান (রাঃ)
সকল রাবী একত্রে দেখুনত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত ছাওবান রাযি. হযরত ছাওবান রাযি. একজন প্রসিদ্ধ সাহাবী। তাঁর উপনাম আবু আব্দুল্লাহ, কারও মতে আবূ আব্দুর-রহমান। তিনি বিখ্যাত হিময়ার গোত্রের লোক। ইয়ামানের অধিবাসী ছিলেন। কোনও কারণে তিনি দাসত্বের জীবনে পতিত হন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সে অবস্থায় দেখে তাঁর মালিকের কাছ থেকে কিনে নেন এবং তাঁকে আযাদ করে দেন। এ কারণেই তাঁকে 'মাওলা রাসূলিল্লাহ' বলা হয়ে থাকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদ করা গোলাম। মনিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বনু হাশিম গোত্রীয় ছিলেন, তাই তাঁর আযাদকৃত গোলাম হিসেবে ছাওবান রাযি.-কেও হাশিমী বলা হয়ে থাকে। আযাদ করে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন, তুমি চাইলে নিজ জাতি-গোষ্ঠীর কাছে ফিরে যেতে পার, চাইলে আমার সঙ্গেও থাকতে পার। যদি আমার কাছে থাক, তবে আমার পরিবারভুক্ত হয়ে যাবে। তিনি তাঁর সঙ্গে থাকাকেই বেছে নেন। সুতরাং তিনি নবী-পরিবারের একজন সদস্যরূপে গণ্য হয়ে যান। তিনি সফরে ও বাড়িতে সর্বাবস্থায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে থাকতেন এবং তাঁর... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
নোট
মোট বর্ণনার সংখ্যাঃ আবাসস্থলঃ মৃত্যুস্থানঃ কর্ম/পেশাঃ