মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي
৭. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
হাদীস নং: ২৪১
হজ্ব - উমরার অধ্যায়
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪১
হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন আমি কখনো হাজরে আসওয়াদকে চুমো দেওয়া পরিত্যাগ করিনি যখন থেকে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে চুমো দিতে দেখেছি।
হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন আমি কখনো হাজরে আসওয়াদকে চুমো দেওয়া পরিত্যাগ করিনি যখন থেকে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে চুমো দিতে দেখেছি।
كتاب الحج
بيان استلام الحجر
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «مَا تَرَكْتُ اسْتِلَامَ الْحَجَرِ مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُ»
হাদীস নং: ২৪২
হজ্ব - উমরার অধ্যায়
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪২
হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি যখনই রুকনে ইয়ামানীর নিকট গিয়েছি, তখন সেখানে আমি হযরত জিবরাঈল (আ)-কে পেয়েছি।
আতা ইবনে আবী রাবাহ থেকে (مرسل) বর্ণিত আছে যে, আঁ হযরত (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করা হয় যে, আপনি কি রুকনে ইয়ামানী স্পর্শ করেন, না চুমো দিয়ে থাকেন? তখন নবী করীম (ﷺ) বলেন : আমি যখনই এর কাছে গিয়েছি, তখনই এর কাছে হযরত জিবরাঈল (আলাইহিস সালাম)-কে দাঁড়িয়ে থাকতে এবং চুমোদানকারীদের জন্য মাগফিরাতের দুআ করতে দেখেছি।
হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি যখনই রুকনে ইয়ামানীর নিকট গিয়েছি, তখন সেখানে আমি হযরত জিবরাঈল (আ)-কে পেয়েছি।
আতা ইবনে আবী রাবাহ থেকে (مرسل) বর্ণিত আছে যে, আঁ হযরত (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করা হয় যে, আপনি কি রুকনে ইয়ামানী স্পর্শ করেন, না চুমো দিয়ে থাকেন? তখন নবী করীম (ﷺ) বলেন : আমি যখনই এর কাছে গিয়েছি, তখনই এর কাছে হযরত জিবরাঈল (আলাইহিস সালাম)-কে দাঁড়িয়ে থাকতে এবং চুমোদানকারীদের জন্য মাগফিরাতের দুআ করতে দেখেছি।
كتاب الحج
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا انْتَهَيْتُ إِلَى الرُّكْنِ الْيَمَانِيِّ إِلَّا لَقِيتُ عِنْدَهُ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ»
وَعَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، تُكْثِرُ مِنَ اسْتِلَامِ الرُّكْنِ الْيَمَانِيِّ؟ قَالَ: «مَا أَتَيْتُ عَلَيْهِ قَطُّ، إِلَّا وَجِبْرِيلُ قَائِمٌ عِنْدَهُ، يَسْتَغْفِرُ لِمَنْ يَسْتَلِمُهُ»
وَعَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، تُكْثِرُ مِنَ اسْتِلَامِ الرُّكْنِ الْيَمَانِيِّ؟ قَالَ: «مَا أَتَيْتُ عَلَيْهِ قَطُّ، إِلَّا وَجِبْرِيلُ قَائِمٌ عِنْدَهُ، يَسْتَغْفِرُ لِمَنْ يَسْتَلِمُهُ»
হাদীস নং: ২৪৩
হজ্ব - উমরার অধ্যায়
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪৩
অনুবাদঃ হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদের মধ্যে (দাঁড়িয়ে) এই দুআ পাঠ করতেন : اللهم إني أعوذ بك من الكفر، والفقر، والذل، ومواقف الخزي في الدنيا والآخرة "হে আল্লাহ্ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কুফরী, দরিদ্রতা, অসম্মান এবং ইহকাল ও পরকালের অপমানজনক স্থান থেকে।
অনুবাদঃ হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদের মধ্যে (দাঁড়িয়ে) এই দুআ পাঠ করতেন : اللهم إني أعوذ بك من الكفر، والفقر، والذل، ومواقف الخزي في الدنيا والآخرة "হে আল্লাহ্ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কুফরী, দরিদ্রতা, অসম্মান এবং ইহকাল ও পরকালের অপমানজনক স্থান থেকে।
كتاب الحج
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَقُولُ بَيْنَ الرُّكْنِ وَالْحَجَرِ الْأَسْوَدِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَالذُّلِّ، وَمَوَاقِفَ الْخِزْيِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ»
হাদীস নং: ২৪৪
হজ্ব - উমরার অধ্যায়
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪৪
হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) অসুস্থ অবস্থায় তাঁর সওয়ারীর উপর আরোহণ করে বায়তুল্লাহ্ শরীফ তওয়াফ করেছেন। তিনি রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদকে স্বীয় বাঁকা লাঠি দিয়ে চুমো প্রদান করেছেন।
অপর এক রিওয়ায়েতে বর্ণিত আছে, তিনি (হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) অসুস্থ অবস্থায় সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে স্বীয় সওয়ারীর উপর সাঈ করেছেন।
হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) অসুস্থ অবস্থায় তাঁর সওয়ারীর উপর আরোহণ করে বায়তুল্লাহ্ শরীফ তওয়াফ করেছেন। তিনি রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদকে স্বীয় বাঁকা লাঠি দিয়ে চুমো প্রদান করেছেন।
অপর এক রিওয়ায়েতে বর্ণিত আছে, তিনি (হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) অসুস্থ অবস্থায় সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে স্বীয় সওয়ারীর উপর সাঈ করেছেন।
كتاب الحج
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «طَافَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ، وَهُوَ شَاكٍّ عَلَى رَاحِلَتِهِ يَسْتَلِمُ الْأَرْكَانَ» ، وَفِي رِوَايَةٍ، قَالَ: «طَافَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةَ، وَهُوَ شَاكٍّ عَلَى رَاحِلَتِهِ»
হাদীস নং: ২৪৫
হজ্ব - উমরার অধ্যায়
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪৫.
হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রাম্ল করেছেন।
হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রাম্ল করেছেন।
كتاب الحج
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ»