মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

مسند الامام الأعظم أبي حنيفة رحـ برواية الحصكفي

৭. হজ্ব - উমরার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৬
আরাফায় মাগরীব ও ঈশা একত্রে আদায় প্রসঙ্গে
হাদীস নং-২৪৬

হযরত হানী ইবনে ইয়াযীদ (রাহঃ) বলেনঃ আমরা হযরত ইবন উমর (রাযিঃ)-এর সাথী হয়ে আরাফাত থেকে ফিরে মুযদালিফায় আগমণ করি। এরপর তিনি ইকামত বলেন এবং তাঁর সাথে মাগরিব আদায় করি। অতঃপর তিনি সামনে অগ্রসর হন এবং (ইশার) দু'রাকাত নামায আদায় করেন। এরপর পানি চেয়ে গোসল করেন এবং বিছানায় গিয়ে শুয়ে পড়েন। আমরা নামাযের জন্য দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকি। অবশেষে আমরা বললাম, হে আবু আব্দুর রহমান। নামায (অর্থাৎ নামাযের জন্য আগমণ করুন)। তিনি বলেনঃ কোন্ নামায ? আমরা বললাম, ইশার নামায। তিনি বললেনঃ যেভাবে নবী করীম (ﷺ) নামায পড়েছেন, আমি ও সেভাবে নামায পড়েছি, (অর্থাৎ দু'নামাযকে একত্রে করে)।
অন্য এক রিওয়ায়েতে হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন।
الجمع بين المغرب والعشاء
عَنْ يَحْيَى بْنِ أَبِي حَيَّةَ أَبِي جُنَابٍ، عَنْ هَانِئِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: " أَفَضْنَا مَعَهُ مِنْ عَرَفَاتٍ، فَلَمَّا نَزَلْنَا جَمْعًا أَقَامَ، فَصَلَّيْنَا الْمَغْرِبَ مَعَهُ، ثُمَّ تَقَدَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ دَعَا بِمَاءٍ، فَصُبَّ عَلَيْهِ، ثُمَّ أَوَى إِلَى فِرَاشِهِ، فَقَعَدْنَا نَنْتَظِرُ الصَّلَاةَ طَوِيلًا، ثُمَّ قُلْنَا: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، الصَّلَاةَ، فَقَالَ: أَيُّ صَلَاةٍ؟ فَقُلْنَا: الْعِشَاءُ الْآخِرَةُ، فَقَالَ: أَمَّا كَمَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَدْ صَلَّيْتُ "، وَفِي رِوَايَةٍ: عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «جَمَعَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা