মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৪১
হজ্ব - উমরার অধ্যায়
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪১

হযরত ইবনে উমর (রাযিঃ) বলেন আমি কখনো হাজরে আসওয়াদকে চুমো দেওয়া পরিত্যাগ করিনি যখন থেকে আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে চুমো দিতে দেখেছি।
كتاب الحج
بيان استلام الحجر
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «مَا تَرَكْتُ اسْتِلَامَ الْحَجَرِ مُنْذُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُ»

হাদীসের ব্যাখ্যা:

চারো মাযহাবের ইমামের মতে হাজরে আসওয়াদকে চুমো দেওয়া সুন্নত। এতে কোন
মতপার্থক্য নেই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান