মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৪৫
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪৫.

হযরত ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) হাজরে আসওয়াদ থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত রাম্‌ল করেছেন।
عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَمَلَ مِنَ الْحَجَرِ إِلَى الْحَجَرِ»

হাদীসের ব্যাখ্যা:

রামল বলা হয় সীনা টান করে কাঁধ হেলিয়ে দুলিয়ে দ্রুতগতিতে চলা। যেভাবে সেনাবাহিনীর জওয়ানগণ চলে থাকে। আঁ হযরত (সা) তিন চক্করে রামূল করেছেন এবং চতুর্থবারে স্বাভাবিকভাবে চলেছেন। হযরত জাবির (রা) থেকে এই পদ্ধতির কথা বর্ণিত আছে। সুতরাং বুখারী ও মুসলিম শরীফে হযরত ইবনে আব্বাস (রা) থেকে শুধু চলার যে হাদীস বর্ণিত আছে, তা হযরত জাবির (রা) বর্ণিত হাদীস দ্বারা রহিত করা হয়েছে। ইমাম নববী এবং ইমাম কাসতাল্লানী (র)-এর ব্যাখ্যা করেছেন। কেননা হযরত ইবনে আব্বাস (রা)-এর হাদীসে উমরাতুল কাযার (عمرة القضاء) ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যা ৭ম হিজরীতে মক্কা বিজয়ের পূর্বে আদায় করা হয়। অতঃপর যখন তিনি বিদায় হজ্জ (حجة الوداع) আদায় করেন, তখন রামল করেন। সুতরাং হযরত জাবির (রা)-এর হাদীসে যেহেতু পরবর্তী ঘটনা বর্ণনা করা হয়েছে, তাই এই হাদীস আমলযোগ্য।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৪৫ | মুসলিম বাংলা