মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৪৩
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪৩

অনুবাদঃ হযরত ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদের মধ্যে (দাঁড়িয়ে) এই দুআ পাঠ করতেন : اللهم إني أعوذ بك من الكفر، والفقر، والذل، ومواقف الخزي في الدنيا والآخرة "হে আল্লাহ্ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি কুফরী, দরিদ্রতা, অসম্মান এবং ইহকাল ও পরকালের অপমানজনক স্থান থেকে।
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَقُولُ بَيْنَ الرُّكْنِ وَالْحَجَرِ الْأَسْوَدِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَالذُّلِّ، وَمَوَاقِفَ الْخِزْيِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ»

হাদীসের ব্যাখ্যা:

এ সমস্ত দু’আ সম্পর্কে যে হাদীসসমূহ বর্ণিত হয়েছে, এগুলো মধ্যে সনদের দিক থেকে যদিও কিছু হাদীস দুর্বল (ضعيف) কিন্তু পরস্পর মিলে শক্তিশালী হয়ে গেছে। এ ছাড়া কিছু কিছু সহীহ এবং হাসান হাদীসও রয়েছে। অধিকন্তু ফাযায়েলে আমলের ব্যাপারে দুর্বল (ضعيف) হাদীসও আমলের যোগ্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৪৩ | মুসলিম বাংলা