মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

৭. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ২৪৪
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪৪

হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, নবী করীম (ﷺ) অসুস্থ অবস্থায় তাঁর সওয়ারীর উপর আরোহণ করে বায়তুল্লাহ্ শরীফ তওয়াফ করেছেন। তিনি রুকনে ইয়ামানী এবং হাজরে আসওয়াদকে স্বীয় বাঁকা লাঠি দিয়ে চুমো প্রদান করেছেন।
অপর এক রিওয়ায়েতে বর্ণিত আছে, তিনি (হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেনঃ নবী করীম (ﷺ) অসুস্থ অবস্থায় সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে স্বীয় সওয়ারীর উপর সাঈ করেছেন।
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «طَافَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَيْتِ، وَهُوَ شَاكٍّ عَلَى رَاحِلَتِهِ يَسْتَلِمُ الْأَرْكَانَ» ، وَفِي رِوَايَةٍ، قَالَ: «طَافَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةَ، وَهُوَ شَاكٍّ عَلَى رَاحِلَتِهِ»

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, অসুস্থতার কারণে সওয়ারীর উপর আরোহণ করে সাঈ করা জায়েয। আরকান (اركان) -এর দ্বারা রুকনে ইয়ামানী বুঝানো হয়েছে। কেননা রুকনে শামীকে চুমো দেওয়া হয় না। অবশ্য পূর্ববর্তী কেউ কেউ এটাকেও মুস্তাহাব বলেছেন।
তবে প্রথমোক্ত বিষয়ে ঐকমত্য রয়েছে। কাযী আবূ তাইয়্যেব ইমাম নববী বলেছেন, উপর ইমামদের ইজমা রয়েছে।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ২৪৪ | মুসলিম বাংলা