মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
৭. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৪২
হাজরে আসওয়াদকে চুমো দেওয়া
হাদীস নং-২৪২
হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি যখনই রুকনে ইয়ামানীর নিকট গিয়েছি, তখন সেখানে আমি হযরত জিবরাঈল (আ)-কে পেয়েছি।
আতা ইবনে আবী রাবাহ থেকে (مرسل) বর্ণিত আছে যে, আঁ হযরত (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করা হয় যে, আপনি কি রুকনে ইয়ামানী স্পর্শ করেন, না চুমো দিয়ে থাকেন? তখন নবী করীম (ﷺ) বলেন : আমি যখনই এর কাছে গিয়েছি, তখনই এর কাছে হযরত জিবরাঈল (আলাইহিস সালাম)-কে দাঁড়িয়ে থাকতে এবং চুমোদানকারীদের জন্য মাগফিরাতের দুআ করতে দেখেছি।
হযরত ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি যখনই রুকনে ইয়ামানীর নিকট গিয়েছি, তখন সেখানে আমি হযরত জিবরাঈল (আ)-কে পেয়েছি।
আতা ইবনে আবী রাবাহ থেকে (مرسل) বর্ণিত আছে যে, আঁ হযরত (ﷺ)-এর নিকট জিজ্ঞাসা করা হয় যে, আপনি কি রুকনে ইয়ামানী স্পর্শ করেন, না চুমো দিয়ে থাকেন? তখন নবী করীম (ﷺ) বলেন : আমি যখনই এর কাছে গিয়েছি, তখনই এর কাছে হযরত জিবরাঈল (আলাইহিস সালাম)-কে দাঁড়িয়ে থাকতে এবং চুমোদানকারীদের জন্য মাগফিরাতের দুআ করতে দেখেছি।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا انْتَهَيْتُ إِلَى الرُّكْنِ الْيَمَانِيِّ إِلَّا لَقِيتُ عِنْدَهُ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ»
وَعَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، تُكْثِرُ مِنَ اسْتِلَامِ الرُّكْنِ الْيَمَانِيِّ؟ قَالَ: «مَا أَتَيْتُ عَلَيْهِ قَطُّ، إِلَّا وَجِبْرِيلُ قَائِمٌ عِنْدَهُ، يَسْتَغْفِرُ لِمَنْ يَسْتَلِمُهُ»
وَعَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، تُكْثِرُ مِنَ اسْتِلَامِ الرُّكْنِ الْيَمَانِيِّ؟ قَالَ: «مَا أَتَيْتُ عَلَيْهِ قَطُّ، إِلَّا وَجِبْرِيلُ قَائِمٌ عِنْدَهُ، يَسْتَغْفِرُ لِمَنْ يَسْتَلِمُهُ»
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসের স্বপক্ষে আরো এক হাদীস রয়েছে যা আবূ শায়খ হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, আঁ হযরত (সা) বলেছেনঃ আমি যখনই রুকনে ইয়ামানীর নিকট গমন করেছি, তখনই এর নিকট একজন ফিরিশতাকে দেখতে পেয়েছি যিনি উচ্চস্বরে 'আমিন' বলে থাকতেন। সুতরাং যখন তোমরা এর নিকট গমন কর, তখন এই দু'আ পাঠ কর।
ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
"হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের মঙ্গল দান কর এবং দোযখের আগুন থেকে রক্ষা কর।"
ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
"হে আমাদের প্রতিপালক! আমাদেরকে দুনিয়া ও আখিরাতের মঙ্গল দান কর এবং দোযখের আগুন থেকে রক্ষা কর।"
