ইসলামের ভিত্তি পাল্টে গেছে! হেযবুত তওহীদ। পর্ব–৩৩
ইসলামের ভিত্তি পাল্টে গেছে! হেযবুত তওহীদ। পর্ব–৩৩
হেযবুত তওহীদের দাবি হলো, প্রচলিত ইসলামের মূলভিত্তি তথা তাওহীদও পরিবর্তন হয়ে গেছে। দেখুন তারা লিখেছে, বর্তমানে প্রচলিত ইসলাম রসূলুল্লাহর আনীত এসলামের সম্পূর্ণ বিপরীত একটি বিষয়ে পরিণত হয়েছে। এমনকি দীনের ভিত্তি তওহীদ পর্যন্ত হারিয়ে গেছে। –জঙ্গিবাদ সংকট সমাধানের উপায়, পৃ. ৬৩ প্রকৃত এসলাম হারিয়ে গেছে রসুলুল্লাহর বিদায় নেওয়ার ৬০/৭০বছর পরেই। এরপর এসলামের বিধান মোটামুটি চালু থাকলেও তার আত্মা হারিয়ে যেতে আরম্ভ করে। –মহাসত্যের আহ্বান, পৃ. ১০২-১০৩ পৃথিবীতে এসলাম ধর্ম ছাড়া অন্যান্য যে ধর্মগুলি রয়েছে, সেগুলোর অধিকাংশই কোন না কোন নবীর (আ:) অনুসারী। তারা তাদের নবীর দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। মোসলেম নামধারী এ জাতিও তাদের নবীর দেখানো, রেখে যাওয়া পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। যতখানি পথভ্রষ্টতা বিবৃতি আসলে পূর্বে আল্লাহ নতুন নবী পাঠিয়েছেন, এই জাতিতে ততখানি বিকৃত বহু পূর্বেই এসে গেছে। –শোষণের হাতিয়ার, পৃ. ৮৪-৮৫ আল্লাহর রসুলের ওফাতের এক শতাব্দী পর থেকে এই দীন বিকৃত হতে হতে ১৩'শ বছর পর এমন পর্যায়ে পৌঁছেছে যে, বর্তমানে প্রচলিত এসলাম রসুলাল্লাহর আনীত এসলামের সম্পূর্ণ বিপরীত একটি বিষয়ে পরিণত হয়েছে। এমনকি দীনের ভিত্তি তওহীদ পর্যন্ত হারিয়ে গেছে। –জঙ্গিবাদ সঙ্কট, পৃ. ৬৩ উক্ত বক্তব্যসমূহ দ্বারা তারা ইনিয়েবিনিয়ে বোঝাতে চাচ্ছে যে, ইসলামের মূল ভিত্তি তথা তাওহীদ হারিয়ে গেছে। জবাব : এক. ইসলাম সম্পর্কে তাদের এ জঘন্য মন্তব্যের জবাব আমি নিজ থেকে দেবো না, কারণ তারা নিজেরাই লিখেছে, (সকল ধর্মের) স্থান-কাল ও পাত্রের বিভিন্নতার কারণে দীনের অর্থাৎ জীবনব্যবস্থার আইন-কানুন দন্ডবিধি এবাদতের পদ্ধতি ইত্যাদি বিভিন্ন হয়েছে কিন্তু ভিত্তি,মূলমন্ত্র একচুলও বদলায়নি। সেটা সবসময় একই থেকেছে-আল্লাহর সার্বভৌমত্ব, তাওহীদ। -বর্তমানের বিকৃত সুফিবাদ, পৃ. ৯ উক্ত বক্তব্য দ্বারা তারা নিজেরাই স্বীকার করলো, ইসলাম মূল ভিত্তি তথা তাওহীদ পাল্টায়নি। এক দিকে তাদের দাবি হলো, ধর্মের মূল ভিত্তি তাওহীদ পাল্টায়নি, অপরদিকে ঠিক তার উল্টো কথার দাবী। বুঝা গেলো, এটা শয়তানী চক্রের সদস্য, জঘন্য মিথ্যুক। আর এভাবেই ইসলাম তার নিজস্ব স্বকীয়তায় পৃথিবিতে বিরাজমান। দুই. তাছাড়া কোনো মতবাদের মূল ভিত্তি তখনই পরিবর্তন হয়ে গেছে বলে সাব্যস্ত হয়, যখন সেই মতবাদের মূলগ্রন্থ বিকৃত হয়। কিন্তু মূ্লগ্রন্থ যদি অবুকৃত থাকে, তাহলে সেই মতবাদের মূল ভিত্তি হারিয়ে গেছে, এমনটা বলা অযৌক্তিক। তাহলে এখন আমাদের দেখতে হবে যে, ইসলামের মূলগ্রন্থ বিকৃত হয়েছে কী না? এক্ষেত্রে আমাদের জবাব তো হলো, ইসলামের মূল ধর্মগ্রন্থ বিকৃত হয়নি। উপরন্তু হেযবুত তাওহীদও দাবি করেছে, তারা (খ্রীস্টান) একটি বিকৃত ও বিপরীতমুখী ইসলাম রচনা করে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার মাধ্যমে এ জাতিকে শিক্ষা দিতে শুরু করল। তবে পবিত্র কোর’আনকে বিকৃত করতে পারল না, কারণ এটি সংরক্ষণের ভার আল্লাহ নিজে নিয়েছেন। –আদর্শিক লড়াই, পৃ. ৬ শেষ রসূলের (দ:) প্রতিষ্ঠিত পথে প্রকৃত এসলামে আবার ফিরে যাওয়ার জন্য অবিকৃত কোর’আন ও রাসুলের হাদিস আছে যা অন্যান্য ধর্মে নেই। –শোষণের হাতিয়ার, পৃ. ৮৪-৮৫ সুতরাং বোঝা গেলো, ইসলামের মূলগ্রন্থ বিকৃত হয়নি, আর যে মতবাদের মূলগ্রন্থ অবিকৃত থাকে, সে মতবাদেে ‘মূলভিত্তি পাল্টে গেছে বা হারিয়ে গেছে’ এমন দাবি সর্বৈব মিথ্যা ও বাস্তবতা বিবর্জিত।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন