পাঁচ স্তম্ভ বলতে কিছু নেই! বাউল মতবাদ! পর্ব—১৮
পাঁচ স্তম্ভ বলতে কিছু নেই! বাউল মতবাদ! পর্ব—১৮
ইসলামের স্তম্ভ পাঁচটি। ১.কালেমা ২. নামাজ ৩. রোজা ৪.হজ্ব ৫.যাকাত।
বাউল ধর্মে কী বলে?
তাদের দাবী হলো—
রোজা নামাজ হজ কলেমা জাকাত,
তাই করলে কি হয় শরিয়ত শরা কবুল করে
ভাবে জানা যায় কলেমা শরিয়ত নয় অর্থ অন্য কিছু থাকতে পারে। —অখণ্ড লালনসঙ্গীত, পৃ. ৬৪
যদি ইসলাম কায়েম হইত শরায়,
কী জন্যে নবীজী রহেন পনের বছর হেরাগুহায়।
পঞ্চবেনায় শরা জারি, মৌলভীদের তম্বি ভারি,
নবীজী কী সাধন করি নবুয়তী পায়। —অখণ্ড লালনসঙ্গীত, পৃ. ৬২
অর্থাৎ পঞ্চবেনা বা পাঁচ স্তম্ভে শরীয়ত প্রতিষ্ঠিত নয়।
ইসলাম কী বলে?
ইসলামের স্তম্ভ পাঁচটি। এটা আমাদের বানানো শরীযত নয়, বরং সরাসরি সহিহ হাদিসে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
بُنِيَ الإِسْلامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَان
“ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত: এই সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ সা. আল্লাহর রাসুল, নামায কায়েম করা, যাকাত দেয়া, হজ্ব আদায় করা এবং রমাদান মাসে রোজা পালন করা।” (–সহীহ বুখারী, হাদিস নং : ৮)
যারা এমন সুস্পষ্ট হাদিসকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অস্বীকার করে— নিঃসন্দেহে তারা কাফের।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ফিরিস্তা এবং দেবতা একই জিনিষ! হেযবুত তওহীদ। পর্ব–১০
সমস্ত মুসলামানকে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আসমানী কিতাবের মতো ফেরেশতাদের অস্ত...
মুফতী রিজওয়ান রফিকী
৯ সেপ্টেম্বর, ২০২৫
৩৫০৯
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন