প্রবন্ধ
ইসলাম মানুষের প্রাকৃতিক প্রয়োজন কিংবা আরও খোলামেলা ভাবে বললে প্রস্রাব-পায়খানা করার পদ্ধতিও তফসীলীভাবে শিখিয়ে দিয়েছে, কোন্ দিকে ফিরে মলমূত্র ত্যাগ করতে হবে, দাঁড়িয়ে না বসে করতে হবে, মল-মূত্র ত্যাগের পর কয়টা কুলুখ দিয়ে কীভাবে পরিষ্কার করতে হবে- সব বলে দিয়েছে। জুতা কীভাবে পড়তে হবে, মাথা কীভাবে আঁচড়াতে হবে, বগল ও নাভীর নিচের লোম কখন ও কীভাবে পরিষ্কার করতে হবে, দাঁড়ি ও মোঁচ কতটুকু রাখতে হবে, নখ কখন ও কীভাবে কাটতে হবে সব পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছে। কারণ এটা আল্লাহর পূর্ণাঙ্গ দীন।
তাহলে পোশাকের মতো এত বিশাল ও গুরুত্বপূর্ণ ব্যাপার ইসলামে থাকবে না এটা কস্মিনকালেও ভাবা যায়? জামা-কাপড় কোনটা পড়তে হবে, কীভাবে পড়তে হবে- ইসলামে এমন কোনো দিক-নির্দেশনা থাকবে না এটা চিন্তা করা যায়? একারণে ইসলামে পোশাকের বিস্তৃত আলোচনা রয়েছে। প্রত্যেকটা ফিকহী গ্রন্থে পোশাকের ওপর আলাদা অধ্যায় রয়েছে। হোক বিস্তৃত ও বিচিত্র, কিন্তু এ অর্থে 'ইসলামী পোশাক' পরিভাষার অস্তিত্ব অনস্বীকার্য।
হ্যাঁ কেবল পোশাকের কারণেই কেউ বুযুর্গ ও ফিরিশতা গণ্য হবে আবার কেউ পোশাকের কারণে মূর্খ কিংবা বেদীন গণ্য হবে- এটা যেমন সঠিক নয়। একইভাবে ইসলামে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা পরা যাবে এই কথাও সঠিক নয়। ইসলামে বৈধ ও অবৈধ, উত্তম ও অনুত্তম, রুচিশীল ও রুচিহীন বিভিন্ন ক্যাটাগরিতে পোশাক রয়েছে। আবার রাসূলুল্লাহ (সা.) এর যুগ থেকে আলিমগণ ও সালেহীনগণ কিছু বিশেষ পোশাক পরে আসছেন। এটা সালাফের মুহাব্বত, ঐতিহ্য, ইলমী ও উরফী পরম্পরা। পবিত্র জ্ঞান না করা হলে এটাকে অপবিত্র জ্ঞান করারও কিছু নেই। এধরনের পোশাকের প্রতি অবজ্ঞা প্রদর্শন মূর্খতা ও দুর্ভাগ্য।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব দুই)
ষষ্ঠ মূলনীতি: পুরুষের পোশাক জাফরানী, কুসুমী কিংবা গাঢ় লাল রঙের না হওয়া। পুরুষের জন্য জাফরানী রঙের ...
মুফতী শাব্বির আহমাদ
৭ নভেম্বর, ২০২৪
৫৫৯৮ বার দেখা হয়েছে
নারীর রূপচর্চা : বৈধতা ও অবৈধতার সীমারেখা
এক. কার জন্য সাজবেন? প্রিয় বোন, সাজসজ্জার ক্ষেত্রে প্রথমে ভাবতে হবে, আপনি কার জন্য এবং কাকে দেখানোর ...
মাওলানা উমায়ের কোব্বাদী
৮ নভেম্বর, ২০২৪
৩০৪৭ বার দেখা হয়েছে
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব তিন)
(আট) পোশাকের চারটি স্তর ফরজ পর্যায় : পোশাকের প্রথম স্তর ফরয। এতে কোন ব্যত্যয় ঘটলে কবীরা গুনাহ হবে।...
মুফতী শাব্বির আহমাদ
১০ নভেম্বর, ২০২৪
২৪৩০ বার দেখা হয়েছে
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন