প্রবন্ধ
যাকাত কোনো ইবাদত নয়! হেযবুত তওহীদ। পর্ব–৯১
যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যার গুরুত্ব, আবশ্যকীয়তা সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে।
হেযবুত তওহীদ কী বলে?
তাদের দাবী হলো, যাকাত কোনো ইবাদত নয়। দেখুন, তারা কী বলে–
এবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা , কিন্তুু ভুল করে নামায , রোযা , হজ্জ , যাকাত ইত্যাদিকে এবাদত বলে মনে করা হচ্ছে । –মহা সত্যের আহ্বান, পৃ . ৯
অর্থাৎ তাদের দাবী হলো, যাকাত কোনো ইবাদত নয়।
ইসলাম কী বলে?
ইসলামে যাকাত হলো مالي عبادة তথা আর্থিক ইবাদত। যা আল্লাহ গ্রহণ করেন বলে পবিত্র কুরআনে এসেছে। মহান রব বলেন-
أَلَمْ يَعْلَمُواْ أَنَّ اللّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ وَأَنَّ اللّهَ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
তাদের কী জানা নেই যে, আল্লাহই তো নিজ বান্দাদের তাওবা কবুল করেন এবং সাদাকাও গ্রহণ করেন এবং আল্লাহই অতি ক্ষমাশীল, পরম দয়ালু? –সুরা তাওবা : ১০৪
উক্ত আয়াত থেকে জানা গেলো, যাকাত বা সাদাকা এমন ইবাদত যা মহান রব্ব নিজে গ্রহণ করেন। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক তাঁর কুদরতি ডান হাত দ্বারা কবুল করেন। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ
যে ব্যাক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সাদাকা করবে, (আল্লাহ তা কবূল করবেন) এবং আল্লাহ কেবল পবিত্র মাল কবুল করেন। আর, আল্লাহ তাঁর ডান হাত দিয়ে তা কবুল করেন। এরপর আল্লাহ দাতার কল্যাণার্থে তা প্রতিপালন করেন, যেমন তোমাদের কেউ অশ্ব শাবক প্রতিপালন করে থাকে, অবশেষে সেই সাদাকা পাহাড় বরাবর হয়ে যায়। –সহিহ বুখারী, হাদিস নং : ১৪১০
উক্ত আয়াত এবং হাদিস থেকে জানা গেলো, দান-সাদাকা বা যাকাত
মহান আল্লাহ নিজে গ্রহণ করেন। যদি এটা ইবাদতই না হয়, তাহলে কবুল করার অর্থ কী?
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
প্রসঙ্গ : আকীদায়ে হায়াতুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - ১ম পর্ব
...
জান্নাত ও জাহান্নাম
...
ঈমানের মূল ভিত্তি ইসলামী আকায়েদ
...
তওবা ও ইস্তিগফার
...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন