আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৬৩৪২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, اَلسَّلاَمْ عَلَيْــــــــــــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ

একটি স্বপ্ন নিয়ে চিন্তিত আছি,দেওবন্দ মাদ্রাসায় জানিয়েছিলাম কিন্তু যিনি স্বপ্নের ব্যাখ্যা করেন তিনি না থাকায় উত্তর পাইনি,আপনাদের এখানে মাসাইল নামক টপিকে দেখলাম স্বপ্নের ব্যাখ্যা করেছেন, আমার উত্তর টা দিবেন আশা করি।

প্রশ্ন: অতিরিক্ত কাজ করার কারণে মাঝে মাঝে রাতে ঘুমানোর পূর্বে মাসনূন দোয়া পড়তে পারিনা, যেদিন মাসনূন দোয়া পড়ি সেদিন কোন স্বপ্ন দেখিনা, কিন্তু যেদিন দোয়া না পড়েই ঘুমিয়ে যাই,সেদিন আজিব স্বপ্ন দেখি, স্বপ্ন এরকম, কিছু লোক আমাকে ধরার চেষ্টা করে, কিন্তু স্বপ্নেই মনে হয় এরা জ্বীন, তখন আমি মাসনূন দোয়া পড়ি,এরপর আর তাদের দেখিনা, মাঝে মাঝে আমি বুঝতেও পারি দোয়া পড়তেছি,তখন ঘুম বেশি গভীর থাকেনা।

এরকম স্বপ্নের মতলব কি??
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْراً
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৯ মে, ২০২১
Dhaka
৬৩৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসলামুআইলাইকুম,আমি নতুন বিবাহ করেছি ৬ মাস এখন সমস্যা হল আমার পরিবার আত্মীয় স্বজনরা বউ এর বাড়ি থেকে ফানিচার বিভিন্ন উপলকন যেমন ঈদের পোশাক ঈদ সামগ্রী ঈদের সালামি কম দিছে কেনো ঈদের পোশাক কেনো দিলো না তাদের মনের মত এগুলো নিয়ে পরিবারে অনেক অপমান অপদস্ত করছে আমার কাকা কাকি দাদা মা আরও অনেকে আনার জন্য বিভিন্ন সামগ্রী। আমি জানি এগুলো নেওয়া ঠিক না। তারপরও পরিবার ও আত্মীয়স্বজন এর কারনে খুশি হয়ে যা দিবে তা নিবো ।আমি চাইছি তারা তাদের মনের মত খুশি হয়ে যা ভালো লাগে তাদের জামাইকে দেক। জোর করে কিছু চেয়ে আনবো না। এখন আমার প্রশ্ন হলো খুশি হয়ে দিলে যেকোন জিনিসপত্র বা খাবার সামগ্রী শুশুর বাড়ি থেকে নেওয়া কি জায়েজ হবে?? আর নিলে কি আমি গুনাহগার হবে?? ধন্যবাদ প্রিয় মুহতামাম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৮ মে, ২০২১
ঢাকা