আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

৬৪৩৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ,

আমার প্রশ্ন কসম ভাঙ্গা এবং এর কাফফারা নিয়ে।

আমি অনেকের কাছে জেনেছি ও শুনেছি এর কাফফারা সম্পর্কে। আমার জন্য কাফফারার বিধান পেয়েছি ৩টি।

১। ১০ জন মিসকিনকে ২ বেলা খাওয়ানো।
২। ফিতরার সমপরিমাণ টাকা দিয়ে দেয়া।
৩। ১০ জন মিসকিন কে কাপড় প্রদান করা।

এখন আমি কি এর যেকোন একটাই করলে হবে নাকি আমাকে শুধু প্রথমটাই করতে হবে, যেহেতু কোরানের যে আয়াতে আমি এই সমাধান দেখেছি সেখানে শুধু ১ম টাই উল্লেখ আছে। আমি চাচ্ছি আমার এই কাফফারা সম্পর্কে আমি ছাড়া আর কেউ না জানুক, তাই আমার জন্য ২য় পদ্ধতিটি সবচেয়ে ভাল হয়।

আশা করি উত্তরটি দিয়ে আমাকে উপকৃত করবেন।

জাযাকাল্লাহু খইরান।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২ জুন, ২০২১
ঢাকা ১২৩০
৬৩৯৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম
১,আমাদের ৫ ওয়াক্ত সালাত এ ৩ ওয়াক্ত সালাত এ কেরাত উচ্চস্বরে বলা হয়,এবং ২ ওয়াক্ত মনে মনে.এটা কেন করা হয়? সঠিক বিশ্লেষণ জানতে চাই,
২,আমি গান শুনা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রুমমেট গান সিনেমা দেখে এবং শুনে আমি বারণ করলে সাময়িক কিছু সময় অফ করে,আমর প্রশ্ন হচ্ছে আমি ত শুনতে চাইনা আমার কানে চলে আসে সেক্ষেত্রে কী আমি গুনাহগার হব?
৩,রোজা অবস্থা, ওযুর সময় যখন আমি মুখে বা নাকে পানি দেই মুখের কুলি করা অবশিষ্ট পানি যদি অনিচ্ছুক ভিতরে চলে যায়,তাহলে কী রোজা সমস্যা হবে?
আশা করি উওরগুলো রিপলে পাবো।ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১ জুন, ২০২১
ঢাকা
৬৩৯০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার একটা মাসালা জানার ছিল।খুব পেরেশানির ভিতর ছিলাম আমরা পিতা মারা যাওয়ার পর থেকে আবার দুর্ঘটনায় আমার বড় ভাই মারা যায়।
হুজুর আমরা ২ ভাই ২ বোন আমার মা বেঁচে আছেন, আমার বড় ভাই বিবাহ করেছিলেন, তার কোন ছেলে,মেয়ে নাই । আমার দাদা দাদি বেচে নাই আমার বাপ চাচারা ৪ জন, দুই ফুফু ও এক চাচা তাদের সম্পদ তাদের সমান ভাবে দেওয়া হয়েছিল। এখন সমস্যা দেখা দিয়েছে আমাদের মধ্য।
আমরা এখন শরিয়াত হিসাবে কে কতো টুকু পাব এবং বড়ো ভায়ের বউ কতো টুকু পাবে,আমার নানা বড়ির থেকে সম্পদ সঠিক ভাবে পেয়েছে আমার মা আমার নানা নানি দুনোজন বেচে আছে। হুজুর মেহেরবানি করে সমাধান করে দিন আমাদের জন্য খুব উপকার হবে ইনশাআল্লাহ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১ জুন, ২০২১
খুলনা
৩৭৮৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমি নামাজ পড়া শুরু করি সময় যত টুকু সম্ভব ভালো ভাবে পড়তে চেষ্টা করি কিন্তু কিছু দিন পরেই ছেড়ে দেই....... নামাজ ধরে রাখতে পারি না..... আর আমি নামাজ ছাড়ার মধ্যে বড় ভুমিকা পালন করে আমার ২টা দুর্বলতা.. .... 1. আমি যখন প্রসাব করি তখন যত ভালো করে দিলে কলব করি না কেন আমার কাছে মনে হয় আমার ১ ফোটা প্রসাব বের হয়ে গেসে বেশির ভাগ সময় চেক করি ১বার দেখতে পাই যে সত্যি এমনটা হয়েসে তখন মন খারাপ হয়ে যায়. ২ আরেকটা হলো আমি যখন নামাজে দাড়াই তখন মনে হয় আমি যেন মানুষ কে দেখানোর জন্য নামাজে দাড়িয়েসি.......আমি কোনো ভাবেই নামাজ কন্টিনিউ করতে পারতেসি না.......... নামাজ পড়তে চাই কিন্তু মন বসাতে পারতেসি না.
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৩১ মে, ২০২১
মাওনা ইউনিয়ন