প্রশ্নঃ ৩৭৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমি নামাজ পড়া শুরু করি সময় যত টুকু সম্ভব ভালো ভাবে পড়তে চেষ্টা করি কিন্তু কিছু দিন পরেই ছেড়ে দেই....... নামাজ ধরে রাখতে পারি না..... আর আমি নামাজ ছাড়ার মধ্যে বড় ভুমিকা পালন করে আমার ২টা দুর্বলতা.. .... 1. আমি যখন প্রসাব করি তখন যত ভালো করে দিলে কলব করি না কেন আমার কাছে মনে হয় আমার ১ ফোটা প্রসাব বের হয়ে গেসে বেশির ভাগ সময় চেক করি ১বার দেখতে পাই যে সত্যি এমনটা হয়েসে তখন মন খারাপ হয়ে যায়. ২ আরেকটা হলো আমি যখন নামাজে দাড়াই তখন মনে হয় আমি যেন মানুষ কে দেখানোর জন্য নামাজে দাড়িয়েসি.......আমি কোনো ভাবেই নামাজ কন্টিনিউ করতে পারতেসি না.......... নামাজ পড়তে চাই কিন্তু মন বসাতে পারতেসি না.
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শয়তানের ওয়াসওয়াসার কারণে এমনটি হতে পারে।
ওয়াসওয়াসা থেকে বাচার জন্য পেশাবের পর ভালোভাবে ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করবেন। এরপর ওযুর শেষে সামান্য পানি লজ্জাস্থানের দিকে কাপড়ের উপর ছিটিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি করতেন।
নামাযে দাঁড়ালে যথাসম্ভব চেষ্টা করবেন আল্লাহর দিকে মনোনিবেশ করতে। এর সহজ পন্থা হলো, সুন্নত তরিকায় নামায পড়া।তাকবীরে তাহরীমা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রতিটি শব্দ সহীহভাবে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অর্থের দিকে খেয়াল করা।
যখন মনে হবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি, তখন এটিও মনে করবেন, মানুষকে ছেড়ে আমি যাব কোথায়? সবখানেই তো মানুষ দেখবে।
এছাড়া ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য নামাজের পূর্বে পড়বেন:
أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ وَبِوَجْهِهِ الْكَرِيمِ وَسُلْطَانِهِ الْقَدِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
উচ্চারণ : উযুবিল্লাহিল আজীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়া সুলত্বনিহল ক্বদীম, মিনাশ শাইত্বনির রজীম।
নামাযের ভেতরে ওয়াসওয়াসা সৃষ্টি হলে পড়বেন:
أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ
উচ্চারণ : আউযু বিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম।
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، وَأَحْمَدُ بْنُ أَبِي عُبَيْدِ اللَّهِ السَّلِيمِيُّ الْبَصْرِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ الْهَاشِمِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " جَاءَنِي جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ إِذَا تَوَضَّأْتَ فَانْتَضِحْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْهَاشِمِيُّ مُنْكَرُ الْحَدِيثِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي الْحَكَمِ بْنِ سُفْيَانَ وَابْنِ عَبَّاسٍ وَزَيْدِ بْنِ حَارِثَةَ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ . وَقَالَ بَعْضُهُمْ سُفْيَانُ بْنُ الْحَكَمِ أَوِ الْحَكَمُ بْنُ سُفْيَانَ وَاضْطَرَبُوا فِي هَذَا الْحَدِيثِ .
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
নাবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, জিবরীল (আঃ) আমার কাছে এসে বললেন, হে মুহাম্মদ! যখন আপনি ওযূ করেন, (পরিধেয় বস্ত্রে) পানি ছিটিয়ে দেন।
জামে' আত-তিরমিজি, হাদিস নং ৫০
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন