প্রশ্নঃ ৬৩৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।।
আমরা এতদিন কিবলা দিক ভেবে যেদিকে নামাজ পরেছি আজ কম্পাসের মাধ্যমে জানতে পারলাম তার কিছুটা এঙ্গেলে হচ্ছে কিবলার দিক।মানে জায়নামাজ টা রুমের কোণাকোণি করে বিছাতে হবে।তাহলে এতদিন যা নামাজ পরেছি তা কিবলার দিকে হয়নি।এখন পূর্বের নামাজগুলো কী আমার হবে? আমার এখন করনীয় কী।plz help
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা মসজিদে হারামের দিকে মুখ করে নামায পড়ার নির্দেশ দিয়েছেন। চোখের সামনে মসজিদে হারাম দৃশ্যমান থাকলে হুবহু বাইতুল্লাহর দিকে মুখ করে নামায পড়তে হবে। আর যখন দূর থেকে কিবলামুখী হবে তখন মসজিদে হারামের হুবহু অভিমুখী হওয়া সম্ভব নয়। বিধায় কিবলার দিক ঠিক থাকলেই যথেষ্ট হবে।
ইতোপূর্বে কিবলামুখী হয়ে যে নামায গুলো পড়েছেন, সেগুলো আশা করি ঠিক আছে।
এ ছাড়া দশটা কম্পাস একত্র করে দেখুন, দশটির সবগুলোই সমান অ্যাঙ্গেলে দেখাবে না। তাই কম্পাসের উপর পরিপূর্ণ ভরসা করা মুশকিল। এছাড়া কম্পাসের মূল বিষয় উত্তর মেরুর প্রতি ঊর্ধ্বমুখী হওয়া। কিবলা নির্দেশ করা কম্পাস এর মূল বিষয় নয়।
কিবলা নির্ধারণের জন্য সর্ব উৎকৃষ্ট পন্থা হলো তারকা নির্দেশনা দেখা।
قَدۡ نَرٰی تَقَلُّبَ وَجۡہِکَ فِی السَّمَآءِ ۚ فَلَنُوَلِّیَنَّکَ قِبۡلَۃً تَرۡضٰہَا ۪ فَوَلِّ وَجۡہَکَ شَطۡرَ الۡمَسۡجِدِ الۡحَرَامِ ؕ وَحَیۡثُ مَا کُنۡتُمۡ فَوَلُّوۡا وُجُوۡہَکُمۡ شَطۡرَہٗ ؕ وَاِنَّ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ لَیَعۡلَمُوۡنَ اَنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّہِمۡ ؕ وَمَا اللّٰہُ بِغَافِلٍ عَمَّا یَعۡمَلُوۡنَ
(হে নবী। ) আমি তােমার চেহারাকে বারবার আকাশের দিকে উঠতে দেখছি। সুতরাং যে কিবলাকে তুমি পছন্দ কর আমি শীঘ্রই সে দিকে তােমাকে ফিরিয়ে দেব। ১০২ সুতরাং এবার মসজিদুল হারামের দিকে নিজের চেহারা ফেরাও। এবং (ভবিষ্যতে) তােমরা যেখানেই থাক (সালাত আদায়কালে) নিজের চেহারা সে দিকেই ফেরাবে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা জানে এটাই সত্য, যা তাদের প্রতিপালকের পক্ষ হতে এসেছে। ১০৩ আর তারা যা-কিছু করছে আল্লাহ সে সম্বন্ধে উদাসীন নন।
—আল বাকারা - ১৪৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন