প্রশ্নঃ ৪৪৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম হুজুর আমার একটা প্রশ্ন মোবাইল এ দেখিয়া বিনা ওযুতে তিলাওত করা যাবে কি করিলে সাওয়াব পাওয়া যাবে কিনা দয়া করিয়া জানালে খুব উপকৃত হইব গুলজার আহমেদ চৌধুরী India
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
বিনা অজুতে কুরআনুল কারীম তিলাওয়াত করা অথবা কুরআনুল কারীমের দিকে দৃষ্টি দেয়াতে কোনো অসুবিধে নেই। বিনা অজুতে কুরআন স্পর্শ করা নিষেধ রয়েছে। মোবাইলের স্ক্রিনে যখন কুরআনু কারীম থাকে তখন হুকুমের ও মর্যাদার দিক থেকে এ মোবাইলটিকে কুরআনুল কারীমের মতোই মর্যাদা দিতে হবে। ঐ অবস্থায় এই মোবাইল ফ্লোরে রাখা বা বাথরুমে নিয়ে যাওয়া মোটেই উচিত হবে না। বিধায় বিনা অজুতে মোবাইলের স্ক্রিনে কুরআনুল কারীম থাকা অবস্থায় মোবাইলের স্ক্রিন স্পর্শ করা উচিত হবে না।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন