প্রশ্নঃ ৬৩৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসলামুআইলাইকুম,আমি নতুন বিবাহ করেছি ৬ মাস এখন সমস্যা হল আমার পরিবার আত্মীয় স্বজনরা বউ এর বাড়ি থেকে ফানিচার বিভিন্ন উপলকন যেমন ঈদের পোশাক ঈদ সামগ্রী ঈদের সালামি কম দিছে কেনো ঈদের পোশাক কেনো দিলো না তাদের মনের মত এগুলো নিয়ে পরিবারে অনেক অপমান অপদস্ত করছে আমার কাকা কাকি দাদা মা আরও অনেকে আনার জন্য বিভিন্ন সামগ্রী। আমি জানি এগুলো নেওয়া ঠিক না। তারপরও পরিবার ও আত্মীয়স্বজন এর কারনে খুশি হয়ে যা দিবে তা নিবো ।আমি চাইছি তারা তাদের মনের মত খুশি হয়ে যা ভালো লাগে তাদের জামাইকে দেক। জোর করে কিছু চেয়ে আনবো না। এখন আমার প্রশ্ন হলো খুশি হয়ে দিলে যেকোন জিনিসপত্র বা খাবার সামগ্রী শুশুর বাড়ি থেকে নেওয়া কি জায়েজ হবে?? আর নিলে কি আমি গুনাহগার হবে?? ধন্যবাদ প্রিয় মুহতামাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেয়া মহা অন্যায়। বড় জুলুম।
যৌতুক সরাসরি চাওয়া, ভিন্নভাবে চাপ দেয়া, কথাবার্তা ও আচরণে বুঝিয়ে দেয়া সবই সমান।
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَاۡکُلُوۡۤا اَمۡوَالَکُمۡ بَیۡنَکُمۡ بِالۡبَاطِلِ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً عَنۡ تَرَاضٍ مِّنۡکُمۡ ۟ وَلَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ ؕ اِنَّ اللّٰہَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا
হে মুমিনগণ! তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সন্তুষ্টিক্রমে কোন ব্যবসায় করা হলে (তা জায়েয)। এবং তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না। ২৮ নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু।
—আন নিসা - ২৯
وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ عُدۡوَانًا وَّظُلۡمًا فَسَوۡفَ نُصۡلِیۡہِ نَارًا ؕ وَکَانَ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرًا
যে ব্যক্তি সীমালংঘন ও জুলুমের সাথে এরূপ করবে, আমি তাকে আগুনে ঢোকাব, আর আল্লাহর পক্ষে এটা অতি সহজ।
—আন নিসা - ৩০
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন