আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১০৮২০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ারাহমাতুল্লাহ
আগের প্রশ্নে জিজ্ঞাসা করছিলাম আমার আব্বা আম্মার নামে ওমরাহ করার নিয়ম!! আলহামদুলিল্লাহ উত্তর পেয়েছি কিন্তু একটু সমস্যা হয়েছে! উত্তরে উল্লেখ করা হয়েছে মৃত ব্যক্তিদের বেপারে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুজনে জীবিত আছে! আসলে আমি বর্তমানে সৌদি প্রবাসী এখনো সেই সামর্থ্য হয়নি ওনাদের নিয়ে এসে হজ্ব করানোর! ইনশাআল্লাহ সামর্থ্য হলে করাবো!!! আমি চাচ্ছিলাম এখন আমি এখান থেকে ওনাদের নামে ওমরাহ করতে!!
জাযাকাল্লাহ খইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ নভেম্বর, ২০২১
৮৬৪৫-৮৬৮১ اليمانية، حوايا الشمالية، الطائف ২৬৫১৩، السعودية (SA)
১০৭৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি স্বপ্নে দেখলাম কেও একজন আমার কাছের মানুষ আমকে বললো আমার হাতের আংগুলের দিকে কিছু ফোস্কা পরার মতো কিছু দাগ আর এইগুলা একটা রোগের লক্ষন।তখন জিজ্ঞাসা করায় আমাকে বললো আমার ক্যান্সার রোগ ধরা পড়েছে,,অর্থাৎ আমি মারা যাবো বেশিদিন বাঁঁচবো না,,তো আমিও বলে উথলাম আলহামদুলিল্লাহ আর আমি খুশির একটা চেহারা নিয়াই ছিলকম মুখে যেমন আলহামদুলিল্লাহ অন্তর থেকে ও আলহামদুলিল্লাহ এমন ছিলান। আর আমি একবার বললাম নাকি ভাবলাম যে আমার জন্য এইটা খুশির ব্যাপার কারন আল্লাহর ডাক আসছে আর আমার যাওয়া লাগবে সাক্ষাৎ এর জন্য।
এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৯ নভেম্বর, ২০২১
ঢাকা