প্রশ্নঃ ১০৪৯০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন আমল করলে মনের আশা পূরন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? আনি নিয়মিত তাহাজ্জুদ পড়ি। এমন কোনো দোয়া আছে যা দ্বারা আমার মনের আশা পূরন হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঈশার নামাযের পর রাতের কোন এক সময় ২/৪ রাকাত সালাতুল হাজত নামায পড়ে জায়নামাজে বসে
>যেকোনো দুরুদ শরীফ ১০০ বার>>লাহাওলা ওলা কুওয়াতা ইল্লাবিল্লাহ ৪৯৯ বার>>>লাহাওলা ওলা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিয়্যিল আউজিম ১বার>>>>আবার যেকোনো দুরুদ শরীফ১০০বার পাঠকরে আল্লাহ তায়ালার দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করুণ।আল্লাহ আপনার নেক দোওয়া কবুল করে নিবেন ইনশাআল্লাহ্ ।
(এই আমলটি অনেক মুত্তাকি আলেমের নিকট পরিক্ষিত। এর মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত ফল পেয়েছেন আলহামদুলিল্লাহ্)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন