আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১২৩৯৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আল্লাহ তায়ালা এই প্রতিষ্ঠানের পরিচালকগণের উত্তম জাযায়ে খায়ের দান করুন। সম্ভবত প্রায় এক দেড় বছর ধরে এটার দ্বারা আমি উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ।..

হযরত! একবার এক হাদিসে পড়েছিলাম, হাদিসের ভাষ্য অনেকটা এমন যে, একবার উম্মে সালামাহ রাঃ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে, কোনো নেককার মহিলা যদি দুনিয়াতে পরপর দুজন স্বামীকে বিবাহ করে এবং উভয় স্বামীই জান্নাতি হয় আর ঐ মহিলাও জান্নাতি হয়, তাহলে তাদের মধ্যে কোন ব্যক্তি জান্নাতে ঐ মহিলাকে পাবে.? উত্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে, তাদের মধ্যে যে ব্যাক্তি অধিক উত্তম আখলাকের অধিকারী, সেই সে মহিলাকে পাবে! এরপর আরো কিছু কথা আছে কিন্তু মূল বক্তব্য এটাই। কিন্তু আজকে অথবা গতকাল এক জায়গায় দেখলাম যে এ ক্ষেত্রে নাকি সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে থাকবে। এজন্যই নাকি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীগণকে অন্যত্র বিয়ের অনুমতি দেননি।
এখন আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য.? উত্তম আখলাক্ব নাকি শেষ স্বামী..??
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৮ জানুয়ারী, ২০২২
Panchagarh
১২৪৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যখন নবম শ্রেণিতে পড়ি এখজন শিক্ষক আমাকে পড়াত ২০০০ টাকার বিনিময় আমার মা বাবার সাথে চুক্তি করে কিন্তু ওই শিক্ষক আমার থেকে জোড় করে, নানা ধরনের কথা বলে যৌন হয়রানি করত। প্রতি মাসে ১০০০ টাকা বেশি নিত তবে শেষ এর তিন মাস আমি ওনাকে আর কোনো টাকা দেয়নি ওনার খারাপ আচরণ এর কারনে তবে উনি এখনো এই টাকা দাবি করে বলে দিতে নাহলে উনি দাবি রাখবে এটা সেটা,,, তবে উনি মা বাবার সাথে চুক্তি ২০০০ এর ই করেছিল,, এখন কি করনীয়?? আর উনাকে টাকা দিতে গেলে আবার উনার যৌন হয়রানি শিকার হতে হবে,, আর উনি কি এটি পাওনা হবে,,
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
৮ জানুয়ারী, ২০২২
Brahmanbaria