প্রশ্নঃ ১২৪৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমাকে একজন মাদ্রাসার ছাত্র বলেছিল যে পায়জামা অথবা পেন্ট নাকি ভাজ করে নামাজ পড়লে মাকরূহে তাহরীমী হয়।অনেক সময় দেখা যায় পেন্ট অথবা পায়জামা বড় হওয়ার কারণে ভাস করে নামাজ পড়তে হয় আমার প্রশ্ন হল এক্ষেত্রে কি মাকরূহে তাহরীমী হবে?
দয়া করে কোরআন হাদিসের আলোকে জানাবেন। জাযাকাল্লাহু খাইরান।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
টাখনুর নিচে প্যান্ট বা পায়জামা অথবা লুঙ্গি পড়ার নিষেধাজ্ঞা শুধুমাত্র নামাযের সাথে বিশেষিত নয়; বরং টাখনুর নিচে কাপড় পরিধান করা সর্বাবস্থায় হারাম। রাসূর সা. কঠোর ভাষায় তা নিষেধ করেছেন। তিনি বলেন,
صحيح البخاري (7/ 141)
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ»
অর্থাৎ, টাখনুর নিচে যে কাপড় থাকবে তা জাহান্নামে যাবে। [বুখারি : ৭/১৪১]
সুতরাং নামাযের ভিতর বাহির সর্বাবস্থায় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
তবে এখন কথা হলো, নামাযের মধ্যে যদি কেউ কাপড় টাখনুর নিচে ঝুলিয়ে রাখে তাহলে কি তার নামায হবে। হ্যা, নামায হবে কিন্তু গুনাহগার হবে; কেননা সে নামাযের মধ্যেও একটি হারাম কাজে লিপ্ত ছিল।
এমনিভাবে যদি সে নামাযের আগে প্যন্ট গুটিয়ে নেয় তাহলে নামায হয়ে যাবে এবং নামাযরত অবস্থাতে সে একটি হারাম কাজ থেকে বেঁচে থাকল । কিন্তু এ বিধানটি শুধু নামাযের সাথ বিশেষিত নয়। সুতরাং সর্বদায় তাকে টাখনুর নিচে কাপড় পড়া থেকে বিরত থাকতে হবে।
والله أعلم بالصواب..
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন