প্রশ্নঃ ১২৪৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,কেউ যদি এক্সিডেন্ট হয়ে মারা যায় তাহলে কি তার পোস্টমর্টেম করা হারাম না হালাল
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তাআলা মানবজাতিকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। মৃত্যুর পরও তাদের এ সম্মান বজায় রাখতে হবে। মৃত লাশের সাথে অসম্মানজনক কোন আচরণ করা যাবে না। সুতরাং যেকোনভাবে মৃত লাশকে সামান্য কোন অজুহাতে পোস্টমোর্টেমের নামে লাশ কাঁটাছেড়া করা জায়েয নেই।
হ্যাঁ কখনো অতীব জরুরি হয়ে পড়লে, যেমন অন্যের জীবন রক্ষার্থে বা তা না করলে অনেক সম্পদ নষ্ট হয়ে যাবে, তাহলে পোস্টমোর্টেম করা যাবে। তারপরও শর্তসাপেক্ষে পূর্ণ সম্মানের সাথে কাজ সম্পন্ন হওয়ার পর অঙ্গসমূহ সসম্মানে দাফন করতে হবে।
سنن أبي داود (3/ 213)
عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا»
অর্থাৎ, আয়শা রা. থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সা. বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতই। [আবু দাউদ : ৩/২১৩]
অর্থাৎ, মৃত ব্যক্তিকে কষ্ট দেওয়া জীবিত ব্যক্তিকে কষ্ট দেওয়ার মতই।
ফিকহের কিতাবেও এর নিষেধাজ্ঞা এসেছে,
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (5/ 58)
.. والآدمي مكرم شرعا وإن كان كافرا ، ولذا لم يجز كسر عظام ميت كافر
والله أعلم بالصواب..
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন