আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১২৫৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উদ্দীপক:আমি নতুন ফ্ল্যাটে/বাসায় উঠার আগে জানতে পারি সেখানে হিন্দু পরিবার আছে,তারা 1 তারিখে চলে গেলে আমরা সেখানে উঠবো।তারাতো নাপাক,পাক নাপাক সম্পর্কে জানে না।আমরা সেখানে উঠার আগে ফ্ল্যাট রং করে দিবে।প্রশ্ন:ফ্ল্যাটে উঠার আগে ফ্লোর কিভাবে পাক করবো/কিভাবে ফ্লোর ধুবো??

৮ জানুয়ারী, ২০২২
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





মেঝেতে কোন নাপাকি পড়লে তা সরিয়ে মেঝে মুছে ফেলতে হবে। তারপর তা শুকিয়ে গেলে ও নাপাকির প্রভাব নিঃশ্চিহ্ন হয়ে গেলে সেই মেঝে নাপাকি থেকে পাক হয়ে যাবে। তারপর খালি পায়ে বা ভেজা পায়ে ঐ জায়গায় চলাচলে কোন অসুবিধা নেই। (খুলাসাতুল ফাতাওয়া ১/৪২)

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন