আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১২৭৯১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আমি বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত আছি,,চাকরিতে আসার পর থেকে নিয়মিত সেভ করতে হচ্ছে,,দাঁড়ি রাখার অনুমতি দেওয়া হয়নি,,দাঁড়ি রাখার অনুমতি পেতে গেলে উর্ধতন কর্মকর্তার নিকট আবেদন করা লাগে এবং ভাইভার সম্মুখীন হতে হয়,,তবে বেশিরভাগ ক্ষেত্রে চাকরির বয়স কম হলে আবদেন সরাসরি নাকচ করা হয়,,আর তারা একটা নির্দিষ্ট সময় বেধে দেই যে এত বছরের আগে বা এই পদবি পাওয়ার আগ অব্দি কেউ দাঁড়ি রাখার জন্য আবেদন করতে পারবেনা,,এছাড়া এই চাকরিতে অফিসার এবং সৈনিক উভয় পদে মেয়েরা চাকরি করতেছে,,পুরুষরাও যেই ইউনিফর্ম পরিধান করে মেয়েরাও একই ইউনিফর্ম পরিধান করে এবং সবাই মিলে একসাথে অফিস করতে হচ্ছে,,একটা বেপর্দার পরিবেশ,,যেখানে সব সময় চোখের হেফাজত করা সম্ভব হচ্ছে না,,আমার প্রশ্ন হোলো
এক্ষেত্রে আমার করণীয় কি? চাকরিটা কি ছেড়ে দিবো নাকি চালিয়ে যাবো? যদি চাকরিটা চালিয়ে যায় তাহলে উক্ত আল্লাহর অবাধ্যতা গুলোর কারণে কি আমার আমলনামায় প্রতিনিয়ত গোনাহ লেখা হবে এবং আমাার বেতন টা কি অবৈধ হবে??
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
১৭ জানুয়ারী, ২০২২
চট্টগ্রাম
১২৮২৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১.আমার বাবা মারা গেছেন ৯/১/২২তারিখ।উনার দাফনের পরে নাকি কবরস্থানে একটা বিড়াল সারাক্ষণ বসে থাকতে দেখা যায়, ওটাকে দৌড়ালেও যায় না।
এটার কারন কি জানতে চাই?
২.আমার মা স্বপ্নে দেখলো বাবাকে বাইরে খাটের উপর শুয়ানো তখন খুব বৃষ্টি আসলো কেউ নিতে পারলো না।এর মধ্যে বৃষ্টিতে ভিজে বাবার সাদা কাপড় পরানোটা ফুলে গেছে মুখ গিট খুলে গেছে এবং বাবার মুখ নড়াচড়া করতেছে।
তারপর বাবা উঠে বসে গেছে, বাবার পিঠ টা দেখা যাচ্ছে একদম কালো কুচকুচে হয়ে গেছে তারপর খাট থেকে নেমে হাঁটা শুরু করছে।মুখে কোন কথা বলেনি। তারপর একটা লোক এসে জড়িয়ে ধরে নিয়ে এসে আবার খাটে শুয়াই দিয়েছে।
এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৭ জানুয়ারী, ২০২২
ফেনী