প্রশ্নঃ ১২৮২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১.আমার বাবা মারা গেছেন ৯/১/২২তারিখ।উনার দাফনের পরে নাকি কবরস্থানে একটা বিড়াল সারাক্ষণ বসে থাকতে দেখা যায়, ওটাকে দৌড়ালেও যায় না।এটার কারন কি জানতে চাই?২.আমার মা স্বপ্নে দেখলো বাবাকে বাইরে খাটের উপর শুয়ানো তখন খুব বৃষ্টি আসলো কেউ নিতে পারলো না।এর মধ্যে বৃষ্টিতে ভিজে বাবার সাদা কাপড় পরানোটা ফুলে গেছে মুখ গিট খুলে গেছে এবং বাবার মুখ নড়াচড়া করতেছে।তারপর বাবা উঠে বসে গেছে, বাবার পিঠ টা দেখা যাচ্ছে একদম কালো কুচকুচে হয়ে গেছে তারপর খাট থেকে নেমে হাঁটা শুরু করছে।মুখে কোন কথা বলেনি। তারপর একটা লোক এসে জড়িয়ে ধরে নিয়ে এসে আবার খাটে শুয়াই দিয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
“নাকি” যুক্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ব্যাপারে আমরা তেমন আগ্রহী হই না। কেননা এজাতীয় প্রশ্নের বাস্তবতা সম্পর্কে
প্রশ্নকর্তাগণ নিজেরাও কনফিউজড থাকেন। শুধু ধারণামূলক কিংবা কারো কাছ থেকে শোনা বিষয়ে জিজ্ঞাসা করলে তাতে অন্যদেরও কোনো কল্যাণ আছে বলে আমাদের মনে হয় না। কারণ এখানে আমারা সকলের সার্বিক কল্যাণমূলক প্রশ্নগুলো আগ্রাধিকার দিয়ে থাকি।
১. কুকুর বিড়াল সাধারণত অনেক বেশী প্রভূভক্ত হয়ে থাকে। হতে পারে ওই বিড়ালটি আপনার বাবার কোনো শ্নেহ মায়া পেয়েছে এবং তাকে দাফন করার সময় বিড়ালটিও বিষয়টি দেখেছে। আর একারেণেই মনিবের খোঁজে সে বারবার ওখানে যোয়। অথবা সেখানে বিড়ালটির কোনো আস্তানা বা লুকায়িত কিছু থাকতে পারে।
২. এর মাধ্যমে হয়তো তিনি তার পরিবারের প্রতি পরকাল সম্পর্কে সতর্ক করেছেন । কাজেই আপনাদের উচিত পরকাল সম্পর্কে সম্পূর্ণ সজাগ এবং সচেতন থাকা। সাধ্যমতো দান সদকা করুন। পর্দাপুশিদা, হালাল-হারামসহ জীবনের সকল ক্ষেত্রে শরিয়তের পূর্ণ অনুসরেণর চেষ্ট করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমিন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন