আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১২৯৬১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি স্কুল পড়ুয়া শিক্ষার্থী।আমি স্কুল শেষ করলাম। এখন আমার কলেজ জীবন শুরু । আমি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি। তাদের বই পড়ি ও বয়ান শুনি।আমি কলেজে যেসব বই পড়ব সেসব বইয়ের লেখক কেউরেই সঠিক ইমান নেই। সবাই তো দুনিয়াদার। আমার ভয় লাগে তাদের লেখা বই পড়তে গিয়ে আমার ইমানের উপর তাছির পড়ে কিনা। এমনিতেই দুর্বল ইমান। তবে আমি ইমানের জন্য অনেক ফিকির করি। পূর্বের বই পড়ে তো বুঝতে পারলামএসব বই তো আমাকে আখিরাতের বা ইমানের কোনো কিছুই তো শিক্ষা দেয় না।প্রত্যেকটা বইয়ের মধ্যে একটু না একটু ইসলাম বিরোধী কথা থাকে ই।বড়ই আফসোস লাগে ছোট বেলা থেকে কেন কওমি মাদ্রাসায় পড়ানো হলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার ইমান ঠিক রাখার জন্য আমি আর কি কি করতে পারি? সেসব লেখক দের দিলের তাছির আমার ওপর না পড়ার জন্য আমার কি করণীয়। পড়াশোনা করি হালাল রিজিকের জন্য। সারদের সাথে উপরে উপরে অনেক ভালো সম্পর্ক রাখি কিন্তু মন লাগাতে চাই না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ জানুয়ারী, ২০২২
ঢাকা