প্রশ্নঃ ১২৯৫৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
লোড বা রিচার্জের ব্যবসা করার বিধান কী.??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
লোড বা রিচার্জের ব্যবসা করা বৈধ। যদি এর সাথে আনুসাঙ্গিক অন্ন কোন হারাম লেনদেন বা চুক্তি সংমিশ্রিত না হয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ১২৪১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, السلام علیکم ورحمة الله وبركاته.কেমন আছেন শায়েখ।যে কোনো সিম এ ২৯/৩৪/২৪ মানে এই জাতিয় টাকা রিচার্জ এর অনেক সময় ৩০/৩৫/২৫ এভেবে অতিরিক্ত ১ টাকা রাখা হয় আবার অনেক সময় আমরা নিজেরাও অনেকেই চাই না বা চাওয়া হয় না তো এই অতিরিক্ত ১ টাকা কি সুদ এর আওতায় পরবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
: মোবাইলে টাকা রিচার্জের ক্ষেত্রে কম বেশি লেনদেন করা সুদ নয়।
কারণ এক্ষেত্রে একজাতীয় জিনিসের লেনদেন হয় না। কেননা মোবাইলে টাকা রির্চাজ করার মানে হচ্ছে, টেলি-যোগাযোগ সেবা ক্রয় করা।
সুতরাং একদিকে টাকা অন্যদিকে মোবাইল অপারেটরের সেবা ক্রয় করা হচ্ছে। টাকার মোকাবেলায় টাকা হচ্ছে না।
তাই মোবাইলে কম টাকা রির্চাজ হলেও তা সুদ হবে না।
সূত্র: খুলাসাতুল ফাতাওয়া: ৩/১০২; ফাতাওয়া হিন্দিয়া: ৩/১১৭; আদ্দুররুল মুখতার: ৫/১৭২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন