আপনার জিজ্ঞাসা/মাসায়েল

সকল মাসায়েল একত্রে দেখুন

১৩১৪৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার স্বামী আমি নামাজ পড়ে না তার জন্য আমার খুব রাগ হয় মাঝে মাঝে আমি ওর সাথে রাগারাগি করি আর মাঝে মাঝে কিছু বলি না সব সময় ঝগড়া করতে ভালো লাগেনা তো উনি মাঝে মধ্যে আমার সাথে সামান্য বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করে এক্ষেত্রে কি আমি ওনার সাথে তর্ক করতে পারব যেমন: আমি মশারির ভিতর বসে উনি মশারির বাহিরে বসে সিগারেট খাবে এজন্য আমাকে ম্যাচ আনতে বলতেছে আমি বলছি তুমি তো বাহিরে এনে খাও আর উনার সিগারেট খাওয়াটাও আমার পছন্দ না আর আমি এনে দিলাম না কেন এ নিয়ে আমার সাথে ঝগড়া করে এসব বিষয় যখন করে তখন কি আমি ওনার সাথে ঝগড়া করলে সমস্যা মানে গুনাহ হবে কি? জানাবেন দয়া করে
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৪ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা ১২১২
১৩২৭১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,

আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিলো ৬ মাসের আমরা দুইজনই দুইজনকে ভালোবাসতাম। পরে একদিন মনে হলো এইটাতো হারাম কাজ পরে আমি আমার পরিবারকে মেয়েটির বিষয়ে জানাই । কিন্তু আমার পরিবার মেয়েটিকে গ্রহণ করবে না বলে দিছে আমার মা বাবা ও রাজি না কারন আমি আমার মা বাবার এক মাএ সন্তান তারা তাদের পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দিবে। পরে আমি মেয়েটিকে অনেক ভাবে বোঝানর চেস্তা করছি কিন্তু মেয়েটা আমাকে অনেক ভালবাসে সে কিছুই বুজতে চায় না। সে শুধু বলে আপনি আমার বিশাস ভাংলেন। আর আমি ও আমার মা বাবাকে কস্ত দিতে চাই না। কিন্তু মেয়েটা আমার জন্ন্যে কাদে। আর আমি, ও মা কে রাজি করাতে পারছি না। এখন আমি কি করবো ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩ ফেব্রুয়ারী, ২০২২
কাশিয়ানী
১৩২৬৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
হযরত কেমন আছেন। আমার এক খালাতো বোন আছে। তার নাম দিপা। তার বয়স ২৫-২৬ বছর। তার না অনেক সমস্যা বা রোগ। সে ছোট থেকে হেপাটাইটিস রোগে আক্রান্ত। চিকিৎসা নেওয়ার পরে হেপাটাইটিস রোগ ভালো হয়। কিন্তু পরে ১ বছর ঔষধ সেবন করা বন্ধ ছিল। তারপর আবার রোগটা বেরে যায়। এখনও ভালো হয় নাই। এই কয়েকদিন ধরে সে বলতেছে যে তার নাকি শরীর টা বেশি খারাপ। শরীর নাকি ভার ভার লাগে। কয়েক দিন আগে সারা শরীরে বরনে মতো কী যেন হয়ে ভরে গেয়েছিল। তারপর সেইগুলো ভালো হয় । কিন্তু সারা শরীর কালো হয়ে যায়। তার এখনও বিয়ে হয় নাই। অনেক চেষ্টা করতেছে কিন্তু বিয়ে দিতে পারছে না। সে ছোট থেকে ঘুমের মধ্যে কথা বলে, আবার মাঝে মধ্যে চিৎকার দিয়ে উঠে, তার পাশে কেউ ঘুমাতে পারে না, পাশে থাকা মানুষকে মারে, আাবার ঘুমের মধ্যে শক্ত হয়ে থাকে। এই কয়েক দিন ধরে ঘুমে সপ্নের মধ্যে শুধু মিষ্টি খায়। এর জন্য অনেক কবিরাজ দেখানো হয় সবাই বলে তার সাথে খারাপ কোনো শক্তি আছে। সে তার কাছে আসতে চায়। সে তার কাছে আসতে পারে না। কারণ আপু নামাজ পড়ে, কুরআন শরীফ তেলওয়াত করে ইত্যাদি। সে তার বিয়ে হতে দেয় না। দূরের থেকে ক্ষতি করার চেষ্টা করে।
তাই এখন এই সমস্যা, রোগ বা এই অশুভ শক্তি থেকে বাচার আমল কী?
আসসালামু আলাইকুম
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৩ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা