প্রশ্নঃ ১৩৭২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, সম্মানিত মুফতি সাহেব হুজুর দামাত বারকাতুহুম,
আমরা দেখি ছেলে বিদেশে থাকে আর মেয়ে দেশে থাকে তাদের মাঝে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করিয়ে দেয়া হয় এই বিবাহ শরীয়তের দৃষ্টিতে ছহিহ হবে কিনা? আমি জানতে চাই।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যেভাবে বর্ণনা করা হয়েছে, বিয়ে পড়ানোর নিয়ম এমন নয়। অনুপস্থিত বর কনের বিয়ে সরাসরি টেলিফোন বা ভিডিও কলে করানোর নিয়ম নেই। শরীয়তের পদ্ধতি হলো, কনে বা বর বিয়ে করানোর জন্য সাক্ষীর সামনে কাউকে এজেন্ট বা উকিল নিয়োগ করবে, এ কাজটি টেলিফোনেও সম্ভব। উকিল বিয়ের সাক্ষীর সামনে মজলিসে বসে আকদ করে নিবে। অনুষ্ঠিত বিয়েতে উপস্থিত সাক্ষী, রেকর্ড, ভিডিওক্লিপ ইত্যাদির সাহায্যে বরের বিবাহের স্বীকৃতি বা ইজাব কবুল প্রমাণ করতে হবে। আদালত তখন রায় দেবে সত্যিই বর বিয়ে করেছিল কি না। অনুপস্থিতির বিয়ে এজন্যই শরীয়তে মানা। শরীয়তের পদ্ধতি উকিল নিয়োগ করে উপস্থিতি নিশ্চিত করা। প্রবাসে বা দূর থেকে টেলিফোনে বিয়ের নামে বর্তমানে যে পদ্ধতি চলছে, এর মধ্যে উভয় পক্ষ ক্ষতিগ্রস্থ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে । যে জন্য শরীয়ত উকিলের মাধ্যমে মজলিসে উপস্থিতি বাধ্যতামূলক করে দিয়েছে। যেন কোনো পক্ষই পরে অস্বীকার করতে না পারে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন