প্রশ্নঃ ১৩৩৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
প্রশ্নঃ
১৩১৯৪.
আমার প্রশ্ন হচ্ছে,কোন ব্যক্তি যদি নিজে শতভাগ কুরআন হাদীস না মানে,তাহলে সে কি অন্য কাওকে দাওয়াত দিতে পারবে?কারণ,আমাদের সমাজের অধিকাংশ মানুষ নিজে কুরআন হাদীস না মেনে অন্য কে দাওয়াত দেয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অন্যকে কোরআন-হাদিসের দাওয়াত দেওয়া, দ্বীনের পথে চলার জন্য নির্দেশ দেয়া, অন্যায় হতে বাধা দেয়া এবং ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা, এগুলোও দ্বীনের অন্তর্ভুক্ত। দ্বীনের অন্যান্য বিষয়গুলো যেভাবে জরুরী , ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করা এবং অন্যায় হতে বাধা দেয়া, এটাও দিনের অন্তর্ভুক্ত। সুতরাং প্রত্যেক ব্যক্তিকে শরয়ী অন্যান্য বিধানগুলো পালন করা যেভাবে জরুরী, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করাও তেমনি ভাবে জরুরি। সুতরাং কারো যদি অন্যান্য আমল থেকে কোন একটি ছুটে যায় তাই বলে ইচ্ছাকৃতভাবে সে এই আমলটিও ছেড়ে দিবে বিষয়টি যেন এমন না হয়, বরং এ কাজটিও করতে হবে সাথে অন্যান্য আমলগুলো যতটুকু ঘাটতি রয়েছে তা পূরণ করতে হবে ।অন্যগুলোর ঘাটতির কারণে এটা যেন ছেড়ে দেয়া না হয়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন