আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩১৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার স্বামী আমি নামাজ পড়ে না তার জন্য আমার খুব রাগ হয় মাঝে মাঝে আমি ওর সাথে রাগারাগি করি আর মাঝে মাঝে কিছু বলি না সব সময় ঝগড়া করতে ভালো লাগেনা তো উনি মাঝে মধ্যে আমার সাথে সামান্য বিষয় নিয়ে খুব বাড়াবাড়ি করে এক্ষেত্রে কি আমি ওনার সাথে তর্ক করতে পারব যেমন: আমি মশারির ভিতর বসে উনি মশারির বাহিরে বসে সিগারেট খাবে এজন্য আমাকে ম্যাচ আনতে বলতেছে আমি বলছি তুমি তো বাহিরে এনে খাও আর উনার সিগারেট খাওয়াটাও আমার পছন্দ না আর আমি এনে দিলাম না কেন এ নিয়ে আমার সাথে ঝগড়া করে এসব বিষয় যখন করে তখন কি আমি ওনার সাথে ঝগড়া করলে সমস্যা মানে গুনাহ হবে কি? জানাবেন দয়া করে

৪ ফেব্রুয়ারী, ২০২২
নামবিহীন রাস্তা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





জায়েয তথা বৈধ বিষয়ে স্বামীর আনুগত্য করা অবশ্যক। কোন গুনাহের কাজে স্বামীর সহযোগিতা করা যাবে না।
যেকোনোভাবে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া এড়িয়ে চলবেন। ঠাণ্ডা মাথায় স্বামীকে দ্বীনের পথে, নামাজ পড়া, সিগারেট ত্যাগ করা ইত্যাদির প্রতি উৎসাহ দিয়ে যাবেন।
পাঁচ ওয়াক্ত নামাজের পর ও প্রতিদিন নূন্যতম দু'রাকা'আত সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে নিজের স্বামী ও পরিবারের হিদায়েতের জন্য দোয়া করতে থাকুন। আল্লাহ তায়ালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।
মনে রাখবেন, আদর সোহাগ ও ভালবাসার সাথে যে বিষয়টি আদায় করা সম্ভব, ঝগড়া করে তা অর্জন করতে যাওয়া কি উচিত?
ছোট শিশুরা মায়ের কাছে ভালবাসার আবদার করে যা আদায় করতে পারে অন্য কেউ ঝগড়া করে তা কি কোনদিন আদায় করতে পারবে?

عَنْ عِمْرَانَ بن حُصَيْنٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم لا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ

ইমরান বিন হুস্বাইন থেকে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “স্রষ্টার অবাধ্যতা করে কোন সৃষ্টির আনুগত্য নেই।”
—ত্বাবারানী ১৪৭৯৫, আহমাদ ২০৬৫৩ নং

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন