প্রশ্নঃ ৮৬৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমার ছোট ভাই বয়স 24 বছর সে একজন হাফেজ এবং আলেম হওয়ার জন্য এখনো পড়াশোনা করছে, সে বিয়ে করতে ইচ্ছুক, আমরাও তাকে বিয়ে দিতে ইচ্ছুক, আমার প্রশ্ন হচ্ছে সে যেহুতো এখনো ছাত্র, তার দেনমোহরের টাকা পরিশোধ করা কি বাবা/ভাই কে পরিশোধ করতে হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ছেলেরা বালেগ হওয়ার পর পিতা-মাতা বা অন্য কারো উপর তাদের ভরণ-পোষণের দায়িত্ব জরুরী নয়, তবে হ্যাঁ, পিতা -মাতা, বড় ভাই বা অন্য কেউ যদি তাদের ভরণ-পোষণ, পড়ালেখার খরচ বা অন্যকোন খরচাদি ব্যয় ভার বহন করে, তাহলে তাদের পক্ষ হতে সেটা তার ওপর এহসান! সুতরাং আপনার ভাই যেহেতু বিবাহ করতে চাচ্ছেন এবং সে যেহেতু এখনো ছাত্র, তাই তার পক্ষ থেকে যদি আপনারা তার বিবির মোহরানা আদায় করে দেন তাহলে তা আদায় হয়ে যাবে, আর আপনারা যদি আদায় না করেন, তাহলে সেটা তার জিম্মায় বাকি থেকে যাবে, সে তার সামর্থ্য অনুযায়ী যেকোনো সময় আদায় করতে হবে!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন