আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৩৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হযরত । আমি নামাজের প্রতি খুব অলস হয়ে গেছি । সময়মতো নামাজ পড়তে পারি না এবং নামাজে কোনো মনোযোগ হয় না । তাহাজ্জুদ, ইশরাক, চাশতের এবং আওয়াবীন এই নামাজ গুলো আগে সবসময় পড়তাম এখন আর সবসময় পড়তে পারি না.. 😭 একটা পড়লে আরেকটা পড়া হয় না..😔এখন আমি কি করবো...???

১ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুমুস সালাম,
আল্লাহ পাক রব্বুল আলামীন যেমনিভাবে মানুষকে তাকওয়া, খোদাভীতি ও ইবাদতের আদেশ দিয়েছেন, ঠিক তেমনিভাবে কোন পন্থায় এবং কিভাবে এগুলো অর্জন করা সহজ হবে সেই পন্থাও বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
অর্থাৎ- হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।(সূরা তাওবা-১১৯)
সুতরাং উক্ত আয়াতের নির্দেশনানুযায়ী আপনি প্রথমত হক্কানী-রাব্বানী, সুন্নাতের উপর আমলকারী এমন একজন আলেমে দ্বীনকে নির্বাচন করুন, যার মধ্যে (স্বাদেক্বীন) অর্থাৎ সত্যবাদিতার গুণ রয়েছে, যিনি কোরআন-হাদিস সম্পর্কে পারদর্শী হওয়ার সাথে সাথে বর্তমান যুগ সম্পর্কে সচেতন, যিনি উত্তম আখলাকের অধিকারি, যাকে দেখলে আপনার পরকালের কথা স্মরণ হয়। এমন একজন আলেমের সাথে সম্পর্ক গড়ে তুলুন, তার সাথে সময় কাটানোর চেষ্টা করুন, আপনার ব্যক্তিগত সমস্যাগুলো থেকে শুরু করে সব বিষয়গুলো তার সাথে শেয়ার করুন, তার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, তার পরামর্শানুযায়ি কাজ করুন। এতে করে অনেক ফায়দা হবে। ইনশাল্লাহ ।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার,মোহাম্মাদপুর!
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন