হাত পায়ের লোম দূর করা
প্রশ্নঃ ৬৪৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেয়েদের পায়ের বা হাতের লোম উঠানো কি জায়েজ?
কিছু জায়গায় আমি শুনেছি শুধুমাত্র ঠোঁটের উপরের ও ব্রুয়ের বাদে বাকি সব লোম উঠানো জায়েজ। আবার কিছু জায়গায় শুনেছি অবাঞ্চিত বাবদ কোনো লোম উঠানো যাবে না। এখন আমি বুঝতে পারছি না কোনটা সহীহ!
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নারী-পুরুষ সকলের জন্যই অবাঞ্ছিত পশমগুলো ছাড়া অন্য কোন পশম উপড়ানো বা কর্তন করা উচিত নয়।
অবাঞ্ছিত পশম (পুরুষদের জন্য) :
লজ্জাস্থানের পশম, বগলের পশম, একমুষ্টির অতিরিক্ত দাড়ির অংশ, নাকের ছিদ্র থেকে ঝুলে পড়া পশম, মাথার চুল থেকে অতিরিক্ত অংশ ইত্যাদি।
অবাঞ্চিত পশম (নারীদের জন্য) :
লজ্জাস্থানের পশম, বগলের পশম।
অবশ্য কোনো নারীর দাড়ি গজালে তা উঠিয়ে ফেলবে। আর গোঁফ গজিয়ে কালো কালো হয়ে গেলে এবং দেখতে বেমানান লাগলে সেগুলো উঠানো যাবে।
হাত পায়ের পশম উঠানো শরীয়তের দৃষ্টিতে অন্যায়। স্বাস্থ্যগত বিবেচনায় ক্ষতিকর। তাই এসব থেকে নিবৃত্ত থাকাই নিরাপদ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন