কেয়ামতের দিন সর্বপ্রথম কোন জিনিসের হিসাব নেওয়া হবে
প্রশ্নঃ ১৩১৭৭৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মৃত্যুর পরে নারীদের প্রথম হিসাব কোন সম্পর্কে নেওয়া হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কিয়ামতের দিন সর্বপ্রথম কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে? এ প্রসঙ্গে হাদিস শরীফে বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। কিছু হাদিসে এসেছে যে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করা হবে। আবার কিছু বর্ণনায় সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যা (রক্তপাত) সম্পর্কে প্রশ্নের কথা এসেছে।
হাদীস শরীফে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ الصَّلَاةُ وَأَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ
আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ বান্দার থেকে সর্বপ্রথম নামাযের হিসাব নেয়া হবে। আর সর্বাগ্রে মানুষের হত্যার বিচার হবে। (সুনানে নাসায়ী, হাদীস নংঃ ৩৯৯১)
একইভাবে ‘কানজুল উম্মাল’-এর একটি বর্ণনায় রয়েছে যে, কিয়ামতের দিন সর্বপ্রথম স্ত্রীকে তার স্বামীর অধিকার সম্পর্কে প্রশ্ন করা হবে।
কানজুল উম্মালের সেই বর্ণনাটি নিচে দেওয়া হলো:
أول ما تسأل المرأة يوم القيامة عن صلاتها، ثم عن بعلها كيف عملت إليه.
কিয়ামতের দিন নারীদের কাছে সর্বপ্রথম প্রশ্ন করা হবে তাদের নামাজ সম্পর্কে; এরপর প্রশ্ন করা হবে তাদের স্বামীদের ব্যাপারে—তারা স্বামীর সাথে কেমন আচরণ করত। (কানযুল উম্মাল, হাদীস নংঃ ৪৫১০৬)
আলিমগণ এই হাদিসগুলোর মধ্যে এভাবে সমন্বয় (ততবীক) করেছেন যে— আল্লাহর হকের (حقوق اللہ) দিক থেকে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আর বান্দার হকের (حقوق العباد) দিক থেকে সর্বপ্রথম অন্যায় হত্যার বিচার হবে। এছাড়া পারস্পরিক সামাজিক জীবন বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সর্বপ্রথম স্ত্রীকে স্বামীর অধিকার সম্পর্কে প্রশ্ন করা হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন