প্রশ্নঃ ৩৬৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসায় কাজের বুয়া অনেক সময় পাক নাপাক কাপড় এক সাথে ধোয়।
সে ও কোনটি পাক ও নাপাক বোঝে না ফলে একসাথে ধোয়। তাহলে কি সব কাপড় নাপাক হয়ে যাবে???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কাপড় পবিত্র করার তরীকা বাসার কাজের বুয়াদেরকে জানিয়ে দিতে হবে এবং তাদেরকে নজরদারি করতে হবে, তারা বিষয়গুলো সঠিকভাবে পালন করছে কিনা।
উল্লেখ্য: নাপাক কাপড় যদি প্রবহমান পানি যেমন, নদী, পুকুরে বা টেপের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায়। তাহলে তা পাক হয়ে যাবে। এক্ষেত্রে তিনবার নিংড়িয়ে ধোয়া জরুরি নয়। কিন্তু বালতি বা এ ধরনের ছোট পাত্রে ধোয়া হলে তিনবার ধুতে হবে এবং প্রতিবার ধোয়ার পর উত্তমরূপে নিংড়িয়ে নিতে হবে।
রদ্দুল মুহতার ১/৩৩৩
আলবাহরুর রায়েক ১/২৩৭
শরহুল মুনইয়া ১৮৩
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন