প্রশ্নঃ ১৭৯৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহাতুল্লাহি অবারকাতুহু
হযরত
আমার প্রশ্ন
আমার প্রতি দিন ই এবং দরেন ১গন্টা দের গন্টা
পর পর বিন্দু পরিমাণ লজ্জা স্থান থেকে পানি বের হয়।তো এতে আমর করণীয় কি? এবং এটা কী ভাবে দুর হবে?
আর হে অতীত এ আমি আমার ওপর অনেক জুলুম করেছি।
আমি এক জন পুরুষ
আর আগে তো এটাপ্রসাব এর পর পড়তো
তিন চার দিন দরে অনবরত এক ফোঁটা বা বিন্দু পরিমাণ পড়ছে
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
অজু এবং পবিত্রতা নামাজ সহিহ হওয়ার পূর্বশর্ত। এগুলো ছাড়া নামাজ আদায় হয় না। কিন্তু যদি কোনো মানুষ অজু করে ফরজ নামাজ আদায় করতে সক্ষম এতটুকুন সময় না পায় বরং সর্বদাই তার বায়ূ কিংবা শরীর থেকে নাপাক নির্গত হতে থাকে তাহলে শরীয়তের দৃষ্টিাতে তিনি মাজুর বলে গণ্য হবেন। আর মাজুরের জন্য বিধান হলো, প্রত্যেক ওয়াক্তের শুরুতে অজু করে ওই ওয়াক্তের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নতসহ যাবতীয় নামাজ আদায় করবে। কিন্তু যদি এতো বেশী নির্গত না হয় বরং কিছুক্ষণ বিরতি দিয়ে দিয়ে হয় তাহলে অজু করে নামাজ আদায় করবে। যদি নামাজের মধ্যে আবার দেখা দেয় তাহলে পরিস্কার করে পুনরায় নামাজ আদায় করবে।
شرط ثبوت العذر ابتداء أن يستوعب استمراره وقت الصلاة كاملا وهو الأظهر كالانقطاع لا يثبت ما لم يستوعب الوقت كله-
শরয়ীভাবে মা'যুর প্রমাণিত হওয়ার জন্য কোনো নামাযের শুরু থেকে শেষ ওয়াক্ত পর্যন্ত উযর স্থায়ী থাকা শর্ত। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন