প্রশ্নঃ ১৬১২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম! ১২ কেজি সয়াবিন ( ওই তেলের মূল্য ২৫০০ টাকা) তেলে যদি রাতে চিকা পড়ে মরে যায়, অতঃপর সকালে তা দেখা হয় তাহলে এই তেল কি নাপাক হয়ে যাবে? যদি নাপাক হয়ে যায় তাহলে পবিত্র করার পদ্ধতি বা উপায় কী?
খুব দ্রুতই উত্তর আশা করছি মুহতারাম। বেশি দেরি হলে ক্ষতি হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তার মনোনীত দ্বীনের উপর চলার তাওফিক দান করুন আমীন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
চিকার গায়ে প্রবাহিত রক্ত বিদ্যমান। প্রবাহিত রক্ত বিদ্যমান এমন কোন প্রাণী তরল (পানি, তেল ইত্যাদি) জিনিসে পড়ে মারা গেলে ঐ তরল জিনিসগুলো নাপাক হয়ে যায়। সুতরাং এই সামান্য পরিমাণ তেলের মধ্যে চিকা পড়ে মারা যাওয়ার কারণে তেলগুলো নাপাক হয়ে গিয়েছে। এগুলোকে পবিত্র করার কোন পদ্ধতি নেই। তেলগুলো ফেলে দিতে হবে।
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ، - وَاللَّفْظُ لِلْحَسَنِ - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا وَقَعَتِ الْفَأْرَةُ فِي السَّمْنِ فَإِنْ كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَإِنْ كَانَ مَائِعًا فَلاَ تَقْرَبُوهُ " . قَالَ الْحَسَنُ قَالَ عَبْدُ الرَّزَّاقِ وَرُبَّمَا حَدَّثَ بِهِ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
৩৭৯৯. আহমদ ইবনে সালিহ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি ঘি-এর মধ্যে ইঁদুর পড়ে এবং তা জমাট হয়, তবে তোমরা ইঁদুর এবং এর চারপাশ থেকে ঘি উঠিয়ে ফেলে দেবে। আর ঘি যদি গলানো হয়, তবে তোমরা এর নিকটবর্তী হবে না, (অর্থাৎ খাবে না)।
—সুনানে আবু দাউদ, ইফা নং ৩৭৯৯
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন