ব্যাংক থেকে পাওয়া ক্যালেন্ডার ব্যবহার করার বিধান
প্রশ্নঃ ১৩৫৫০৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাংকের থেকে পাওয়া ক্যালেন্ডার ব্যবহার করা যাবে?
২৯ জানুয়ারী, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সুদি ব্যাংকের দেওয়া ক্যালেন্ডার ব্যবহার করার ব্যাপারে বিধান হলো—এটি পরিহার করা বা ব্যবহার না করাই উত্তম এবং তাকওয়ার দাবি। তবে সরাসরি এটি ব্যবহার করা ' হারাম' বা নাজায়েজ বলা হয় না। কারণ বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ :
প্রথমত এর মাধ্যমে সুদের প্রচার প্রসারে সহযোগিতা হয়ে থাকে, কেননা সাধারণত ব্যাংকের ক্যালেন্ডারে ব্যাংকের নাম, লোগো এবং সুদি কারবারের প্রচারমূলক স্লোগান থাকে। সুদি ব্যাংক একটি হারাম প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। এমন কোনো জিনিস ব্যবহার করা যা হারাম প্রতিষ্ঠানের প্রচার করে বা মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে, তা কাম্য নয়। একজন মুসলমান হিসেবে সুদি কারবারের প্রতি ঘৃণা রাখা ঈমানের দাবি।
দ্বিতীয়ত আয়ের উৎস: ফিকহের মূলনীতি হলো, যার মোট সম্পদের অধিকাংশ (Most portion) হারাম বা সুদের টাকা, তার দেওয়া হাদিয়া বা উপহার গ্রহণ করা জায়েজ নয়। সুদি ব্যাংকের আয়ের মূল উৎসই সুদ। তাই তাদের দেওয়া ক্যালেন্ডার, ডায়েরি বা উপহার গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। তবে ফকিহগণ বলেন, যদি কেউ নিশ্চিত হয় যে এই নির্দিষ্ট বস্তুটি (ক্যালেন্ডারটি) হালাল টাকা (যেমন ব্যাংকের মূলধন বা সার্ভিস চার্জ) থেকে তৈরি, তবে তা ব্যবহার করা যাবে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে এটি আলাদা করা কঠিন, তাই সতর্কতা অবলম্বন করাই শ্রেয়।
তৃতীয়ত প্রাণীর ছবি থাকা: যদি ক্যালেন্ডারে কোনো মানুষ বা প্রাণীর ছবি থাকে, তবে তা ঘরে বা অফিসে ঝুলিয়ে রাখা নাজায়েজ, গুনাহের কাজ। ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করে না যেখানে প্রাণীর ছবি থাকে।
সুতরাং,
যদি ক্যালেন্ডারে প্রাণীর ছবি থাকে, তবে তা ব্যবহার করা বা ঝোলানো নিষিদ্ধ।
যদি ছবি না থাকে, শুধু তারিখ দেখার জন্য ব্যবহার করা হয়, তবে তা নাজায়েজ নয়, কিন্তু সুদি প্রতিষ্ঠানের প্রচার হওয়ার কারণে এটি ব্যবহার করা থেকে দূরে থাকাই উত্তম। একজন দ্বীনদার ব্যক্তির উচিত এটি বর্জন করা।
যদি ব্যবহার করতেই হয়, তবে ব্যাংকের নাম ও লোগো ঢেকে দেওয়া বা মুছে ফেলা উচিত।
আল্লাহ তাআলা বলেন,
ۘ وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ
অর্থঃ তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন। সূরাঃ আল মায়িদাহ - আয়াত নংঃ 2
«جامع العلوم والحكم» (1/ 201 ت الأرنؤوط):
«عن ابن مسعود أنَّه سُئِلَ عمَّن له جارٌ يأكلُ الرِّبا علانيةً ولا يتحرَّجُ من مال خبيثٍ يأخُذُه يدعوه إلى طعامه، قال: أجيبوهُ، فإنَّما المَهْنأُ لكم والوِزرُ عليه»
অর্থ: "তাকে জিজ্ঞেস করা হল, সুদ খায় এমন প্রতিবেশী যদি তার খাবারে দাওয়াত দিলে (সেই দাওয়াতে অংশ গ্রহণ করা যাবে কি না)? তিনি বলেন, তার দাওয়াতে সাড়া দাও। কেননা স্বাচ্ছন্দ্য/উপকার তোমাদের জন্য, আর গুনাহ তার উপর।"
«الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (5/ 342):
«أهدى إلى رجل شيئا أو أضافه إن كان غالب ماله من الحلال فلا بأس إلا أن يعلم بأنه حرام، فإن كان الغالب هو الحرام ينبغي أن لا يقبل الهدية، ولا يأكل الطعام إلا أن يخبره بأنه حلال ورثته أو استقرضته من رجل، كذا في الينابيع.» "কেউ যদি কাউকে কিছু উপহার দেয় বা দাওয়াত করে, আর যদি দাতার সম্পদের অধিকাংশ হারাম হয়, তবে সেই উপহার গ্রহণ করা বা খাবার খাওয়া উচিত নয়। হ্যাঁ, যদি সে জানিয়ে দেয় যে এটি হালাল টাকার (যেমন উত্তরাধিকার সূত্রে পাওয়া বা ঋণ নেওয়া), তবে ভিন্ন কথা।" (ফাতাওয়া আলমগীরী : ৫/৩৪২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১