প্রশ্নঃ ১১৪৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমার শ্বশুর একটি বেসরকারি কলেজের শিক্ষক ছিলেন । উনার প্রচুর সম্পদ।এই সম্পদ উনি হালাল উপায়ে অর্জন করেছেন। কিন্তু উনি উনার সম্পদ থেকে ন্যুনতম অংশও উনার ছেলেমেয়েদের জন্য ব্যয় করেন না।এমনকি উনার ভাই বোনের হকও আদায় করেন না।উনাকে বোঝানো হলে বোঝেনও না।এখন আমার প্রশ্ন হচ্ছে উনার সম্পদ ভোগ করা কি আমাদের জন্য হালাল হবে যেহেতু উনি উনার আত্মীয়ের হক আদায় করেন না????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত সম্পত্তি একান্তই তার ব্যক্তিগত সম্পত্তি। তার অনুমতি ছাড়া অন্যদের জন্য তা ব্যবহার করা জায়েজ হবে না। তাছাড়া ছেলেরা যদি প্রাপ্তবয়স্ক হয় এবং মেয়েরা বিবাহিত হয় তাহলে তাদের জন্য ব্যয় করাও তার জন্য অবশ্যক নয়।
আর ভাইবোনদের হক বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন তাও স্পষ্ট নয়। কেননা তার জীবদ্দশায় তার সম্পদে ভাইবোনদের কোনো হক নাই। মৃত্যুর পর তার আসাবার ভিত্তিতে কিছু সম্পদের মালিক হতে পারে। তবে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া বিপদাপদের তাদের পাশে দাঁড়ানো এটা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। কেউ যদি সেই দয়িত্ব পুরণ না করেন তাহলে তিনি বড় ভুল করেছেন।
এজন্য অন্যদের করনীয় হলো, যথাসম্ভব পরোপকারের বিষয়টি তাকে বুঝানো। কিন্তু তিনি যদি না বুঝেন এই অজুহাতে অন্যদের জন্য তার বিনা অনুমতিতে ব্যবহার করা জায়েজ নাই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন