প্রশ্নঃ ১১৩৮৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
السلام علیکم ورحمة الله وبركاته.
আমার জিজ্ঞাসা হল অজু করার পর বাথরুম এর প্যানে পানি ঢালার সময় বা অন্য কোনোভাবে প্যান বা বাথরুম এর অন্য কোনো জায়গার পানির হালকা ছিটা গায়ের কোনো অংগে বা কাপড়ে লাগলে কি আবার অজু করতে হবে না ধুইলেই হবে? টিকটিকির পায়খানা পারা পরলে কি অজু ভাংবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিনা ওজরে হাই কমোড ব্যবহার করা উচিত নয়। সুন্নত হল দু'পায়ের পাতার উপর ভর করে বসে প্রাকৃতিক কর্ম সম্পাদন করা।
ওজরের কারণে হাই কমোড ব্যবহার করলে সতর্কতার সাথে ব্যবহার করবে বহিরাংশ নাপাকীর ছিটেফোঁটা না লাগে, খেয়াল করবে। ব্যবহার শেষে ফ্ল্যাশ করার পূর্বে সতর্কতার সাথে দূর থেকে শাওয়ার দিয়ে স্প্রে করে দিবে। কমোডের ভেতর-বাহির পবিত্র হয়ে যাবে।
এরপর ওযুর পানি কমোডে ঢালতে গিয়ে ছিটেফোঁটা আসলে শরীর বা কাপড় নাপাক হবে না।
উল্লেখ্য, কখনো নাপাক কমোড থেকে শরীর বা কাপড়ে ছিটেফোঁটা আসলে অজু ভাঙবে না। শরীর বা কাপড়ের ঐ অংশ ধুয়ে ফেললেই যথেষ্ট হবে।
টিকটিকির 🦎 পায়খানা পায়ের তলে লাগলে অজু ভাঙবে না। শুধু ময়লাটুকু ধুয়ে নামায পড়া যাবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন