প্রশ্নঃ ১০৯৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শায়েখ আমার প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি ইমামের আগে সালাম ফিরিয়ে দেয় বা ইমামের সালাম ফিরানোর পরও যদি সে সালাম ফিরাতে ভুলে গিয়ে পিছনে তাকাই তাহলে ওই ব্যাক্তির নামাজ হবে না হবে না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইমাম সাহেবের রুকুন পরিবর্তনের পূর্বে মুক্তাদি যদি রুকুনকে পরিবর্তন করে ফেলে,এক্ষেত্রে নামায হবে কি না?
,এক্ষেত্রে ব্যখ্যা হল,অগ্রগামী মুক্তাদিকে যদি ইমাম সাহেব ঐ রুকুনে গিয়ে পেয়ে যান,তাহলে মুক্তাদির নামায বিশুদ্ধ হয়ে যাবে।কিন্ত যদি ইমাম সাহেবর উক্ত রুকুনে যাওয়ার পূর্বেই মুক্তাদি সেই রুকুনকে সমাপ্ত করে ফেলেন,তাহলে মুক্তাদির ইকতেদা বিশুদ্ধ থাকবে না, তথা নামায ফাসিদ হয়ে যাবে।
আল্লামা আলাউদ্দিন হাসক্বাফী রাহ, লিখেন,
(وَلَوْ رَكَعَ) قَبْلَ الْإِمَامِ (فَلَحِقَهُ إمَامُهُ فِيهِ صَحَّ) رُكُوعُهُ، وَكُرِهَ تَحْرِيمًا إنْ قَرَأَ الْإِمَامُ قَدْرَ الْفَرْضِ (وَإِلَّا لَا) يُجْزِيهِ؛
যদি কেউ ইমাম সাহেবের পূর্বে রুকুতে চলে যায়, অতঃপর ইমাম সাহেব সেই ব্যক্তিকে রুকুতে গিয়ে পেয়ে যান,তাহলে মুক্তাদির ইক্তেদা বিশুদ্ধ হবে যদি ইমাম সাহেব ফরয পরিমাণ ক্বেরাতকে পড়ে নিয়ে থাকেন।হ্যা অবশ্যই এমনটা করা মাকরুহে তাহরীমি হবে।কিন্তু যদি ইমাম সাহেব কর্তৃক ফরয ক্বেরাত পড়ার মুক্তাদি রু'কুতে চলে যান,তাহলে মুক্তাদির ইক্তেদা বিশুদ্ধ থাকবে না।সুতরাং নামায ফাসিদ হয়ে যাবে।(আদ্দুর্রুল মুখতার-২/৬১)
আরো জানুন-(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৬/৬৩৯)
বিশুদ্ধ মতানুযায়ী উভয় দিকে সালাম ফিরানো ওয়াজিব।(কিতাবুল ফাতাওয়া-২/১৮৮)
অতএব,
আপনি যদি ইমাম সাহেবের পূর্বে সালাম ফিরিয়ে
নেন তখন আপনার উচিল হোল,সেই অবস্থাতেই থাকা,যাতেকরে ইমাম সাহেব গিয়ে আপনাকে দ্বিতীয় সালামে পেয়ে যান,। কেননা আপনি তখন ভিন্ন কোনো রুকুন তথা দ্বিতীয় সালাম শুরু নাকরে থাকলে আপনার নামায বিশুদ্ধ হয়ে যাবে।আর আদায় করতে হবে না।
তবে ইমামের আগে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেললে নামায নষ্ট হয়ে যাবে ।
আর
কোন ব্যাক্তি ইমামের সালাম ফিরানোর পরও যদি সে সালাম না ফিরিয়ে নামায ভঙ্গকারী কোন কাজ করে তাহলে ওয়াজিব তরক করার কারনে ঐ ব্যাক্তির নামাজ হবে না । পুনরায় তা পড়তে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন