প্রশ্নঃ ১০১৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন দুর্বল প্রকৃতির লোক। সময়ে অসময়ে আমার ঘুম চলে আসে। এমনকি নামাযের মধ্যেও; বিশেষত ফজরের নামাযে এবং রমযান মাসে তারাবীর নামাযে। জানতে চাই এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে নামায পড়াটা কেমন?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঘুমিয়ে ঘুমিয়ে নামায পড়া ঠিক নয়। হাদীসে এ ব্যাপারে নিষেধ করা হয়েছে। তাই চেষ্টা করতে হবে যেন নামাযে ঘুম না আসে। হযরত আনাস রা.
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
إِذَا نَعَسَ أَحَدُكُمْ فِي الصَلاَةِ فَلْيَنَمْ، حَتَى يَعْلَمَ مَا يَقْرَأُ.
তোমাদের কারো যখন নামাযে ঘুম আসে তখন সে যেন (নামায ছেড়ে) এতটুকু ঘুমিয়ে নেয় যে, (তার অবস্থা স্বাভাবিক হয়ে আসে এবং) সে বুঝতে পারে সে কী পড়ছে। (সহীহ বুখারী, হাদীস ২১৩)
তবে নামাযে কোনো কারণে ঝিমুনি এসে গেলে নামাযের ক্ষতি হবে না। আর সময় সংকীর্ণ হলে যেভাবেই হোক ঘুম দূর করে নামায পড়ে নিতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন